Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৩৮ পিএম

চট্টগ্রাম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ গড়েছে স্বাগতিক বাংলাদেশ।

আগের দিনে ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হক আউট হন নিজের নামের পাশে মাত্র ১ রান যোগ করেই। তবে শেষ পর্যন্ত থেকে ইনিংস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ বিয়াদ। লোয়ার অর্ডারদের নিয়ে ছোট ছোট জুটিতে নেতৃত্ব দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন এই ম্যাচ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে।

মেহেদী হাসান মিরাজের (২০) সঙ্গে ২৭, সানজামুল ইসলামের (২৪) সঙ্গে ৫৮ ও শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে (৮) নিয়ে ৩৫ রানের জুটি গড়ের মাহমুদউল্লাহ। ৩টি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ। ১৬টি চার ও ১ ছক্কায় ২১৬ বলে ১৭৬ রানের ইনিংসটি সাজান মুমিনুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম ইনিংসে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ