Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা আসছেন ভারতের প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামী ১৫ জুলাই তিনি ঢাকা আসবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করার জন্য তিনি আসবেন বলে আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্যা রুমা জানান। তিনি জানান, শর্মিলা ঠাকুর দর্শকদের উপস্থিতিতে আলাপচারিতায় অংশ নেবেন অনেকটা প্রশ্নোত্তর পর্বের মতো করে। পাশাপাশি একই অনুষ্ঠানে শর্মিলার সঙ্গে থাকবেন টলিউউ-বলিউড সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি ও সারেগামাপা খ্যাত শিল্পী দোয়েল গোস্বামী। পুরো আয়োজনের নাম শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা। বসুন্ধরা কনভেনশন সেন্টার এ ৪০ মিনিট আমন্ত্রিত দর্শকদের সঙ্গে কথপোকথোনে অংশ নেবেন শর্মিলা। একই দিন সেই মঞ্চে কনসার্টে গাইবেন জিৎ গাঙ্গুলি ও দোয়েল গোস্বামী। এছাড়া বাংলাদেশ থেকেও কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ