প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি টেলিভিশন নাট্যকারদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ এক প্রশান্তি সফরের আয়োজন করে। সাভারের পল্লী বিদ্যুত কেন্দ্রে অবস্থিত হাবিব গার্ডেন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। আয়োজনে সংগঠনটির দুইশতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ, টেলিভিশন মিডিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টিভি চ্যানেলের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশান্তি সফরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল নানা ধরণের খেলাধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। ছিল ফ্রি মেডিকেল চেকআপের সুবিধা। আয়োজনে খ্যাতিমান নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস, আজিজুল হাকিম, দেওয়ান শামসুর রাকিব, এজাজ মুন্না, অরণ্য আনোয়ার, মনোয়ার হোসেন পাঠান, জিনাত হাকিম, উদয় হাকিম, এসএ হক অলিক, অনন্ত হিরা, ফরিদুল হাসান, কামরুজ্জামান সাগরসহ নাট্যাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। নাট্যকার সংঘের পক্ষ থেকে সংঘের সভাপতি হারুনুর রশিদের উপস্থিতিতে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নাট্যকার-অভিনেতা আবুল হায়াত ও নাট্যকার ড. মইনুল খানকে। আয়োজনের প্রধান সমম্বয়ক ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ স¤পাদক আহসান আলমগীর। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন আজম খান ও সদস্য সচিব পারভেজ ইমাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।