Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও আফসোস নেই তামীমের

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : দেশের হয়ে শততম টেস্টে প্রথম ইনিংসে ফিফটিটা ছিল তার প্রাপ্য। দেশের শততম টেস্টে ওপেন করতে নেমে ফিফটির রেকর্ডে অস্ট্রেলিয়ার কেলিওয়ে, দ.আফ্রিকার মিচেল,শ্রীলংকার আতাপাত্তু এবং বাংলাদেশের সৌম্য সরকারের সঙ্গে এমন বিরল রেকর্ডটা হয়ে যেতো। তবে মাত্র ১ রানের জন্য মিস করেছেন প্রথম ইনিংসে ফিফটি। চতুর্থ ইনিংসে ১৯১’র চ্যালেঞ্জে তামীমের ৮২ রানের ইনিংসটাই ম্যাচ থেকে ছিটকে ফেলেছে স্বাগতিক দলকে, বাধ্য করেছে স্বাগতিকদের হারে। পেরেরাকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে লং অনে ক্যাচ দিয়ে তামীম করেছেন ভুল, দেশের শততম টেস্টে হাতছাড়া করেছেন তামীম সেঞ্চুরি। তবে সাব্বিরের সঙ্গে দারুণ বোঝপড়ায় তৃতীয় উইকেট জুটিতে ১০৯ রানের পার্টনারশিপে নেতৃত্ব দেয়া তামীম এ নিয়ে কোনো আক্ষেপ করছেন না ‘ আমার কোনো আফসোস নেই, হলে ভালো হতো।’ তবে তামীমের ফিফটি হাতছাড়া করায় কষ্ট পেয়েছেন মাশরাফি ‘ফিনিশিং করে আসতে পারত তামীম, তাহলে ওর সেঞ্চুরিটাও হয়ে যেতো।
লাঞ্চের পর অন্য মেজাজে এসেছেন তামীম। চায়নাম্যান বোলার সান্দকানের মনোবল ভেঙে দিতে একটু বেশিই চড়াও হয়েছেন। পর পর ২ বলে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি, এবং লং অনের উপর দিয়ে মেরেছেন ছক্কা। তামীমের এমন আক্রমণাত্মক ব্যাটিং আস্তে আস্তে ম্যাচ থেকে বের করিয়ে দিয়েছে শ্রীলংকা দলকে। ম্যাচ জয়ের ব্যবচ্ছেদপত্রে তা উল্লেখ করেছেন হাতুরুসিংহে ‘পরিস্থিতির মুখে তামীম দারুণ ব্যাট করেছে। লাঞ্চের পর ম্যাচটি সে বের করে নিয়েছে। তাদের উপর চাপ প্রয়োগ করতে স্কোরবোর্ডে রান দরকার ছিল। তাই আমাদের সামর্থের প্রতি বিশ্বাস রেখে ইতিবাচক খেলা দরকার ছিল। যখন সে সান্দকানকে ছক্কা মারল, তখন সবাই হাততালি দিয়েছে। কোচকে লক্ষ্য করে ওই ছক্কার মতো আবারো চেষ্টা করে আউট হয়েছে। তা দেখে সবাই খিচমিচ করেছে। বলেছে ঠিক হয়নি। তবে আমি খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দেয়ার পক্ষপাতী। তারাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে জানে। আমি তাদের সিদ্ধান্ত সমর্থন করি। ’
তামীমের সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় যতোটা না কষ্ট পেয়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন হাতুরুসিংহে আউট হওয়ার আগের বলে সিঙ্গল না নেয়ায় ‘আমি হতাশ হয়েছি অন্য কারণে। কারণ আউট হওয়ার আগের বলে একটা রান নিতে পারত, কিন্তু তা নেয়নি তামীম। ওই রান নিতে পারলে পরের বল মোকাবেলা করতে হতো না। আমি ২ বলেই হতাশ, তবে সিঙ্গল না নেয়ায় হতাশ একটু বেশি। ’
সেঞ্চুরি হাতছাড়া করেছেন, তার কষ্ট যতোটা পোড়াচ্ছে, তার চেয়ে আক্ষেপটা করতে হচ্ছে মাত্র ১ রানের জন্য বিশেষ মাইলস্টোনে পা রাখতে না পারায়। আর মাত্র ১ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ১০ হাজার রান পূর্ণ করতে পারতেন। সেখানে গতকাল ডাউন দ্য উইকেটে খেলতে প্রলুব্ধ হয়ে থামলেন ম্যাজিক ফিগার ৯৯৯৯ এ ( টেস্ট,ওয়ানডে,টি-২০ মিলে ২৬৬তম ম্যাচ)! এমন রেকর্ড হাতছাড়া করার খবর জেনেছেন ‘কি বলব, হলো না।’ তবে সান্দকানকে ফাইল লেগ দিয়ে ডাবলসে টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটিটি উদযাপন করেছেন ২৭তম জন্মবার্ষিকী পালনের মাত্র ক’ঘণ্টা আগে। তাতেই খুশি তামীম।
তামীমের জন্মদিন অথবা জন্মদিনের আগে-পিছে তার ইনিংস উৎসবের উপলক্ষ দেয় এনে। পি সারা ওভালেও এমন কিছুই করতে পেরেছেন তামীম। ২০০৭ বিশ্বকাপে ত্রিনিদাদে বাংলাদেশ ভারতকে হারিয়ে উৎসব করেছে তামীমের ১৮তম জন্মদিনের ৩ দিন আগে, তামীমের ম্যাচ উইনিং ব্যাটিংয়ে (৫৫ বলে ৫১)। তিন দিন পর হোটেল হিলটনে তামীমের জন্মদিনটি ঘটা করেই উদযাপন করেছে বাংলাদেশ দল। সৌরভ, রাহুল দ্রাবিড়দের শুভেচ্ছা পর্যন্ত পেয়েছে তামীম ১৮তম জন্মদিনে। জানেন, ২০১২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে তার ২৩তম জন্মদিনে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ দল, সেখানেও তার ম্যাচ উইনিং ৫৯ রানের ইনিংস। জানেন,তামীমের সেই জন্মদিন উদযাপন করেছে মিডিয়া সংবাদ সম্মেলন কক্ষে, তামীমকে নিয়ে। সেবারের জন্মদিন উদযাপনের বিশেষ উপলক্ষটা ৪ দিন আগেই পেয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা। শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি ম্যাচে ক্রিকেট জিনিয়াসের এমন কৃতি করে দিয়েছেন মøান তামীম,তার ৭০ রানের ইনিংসের কাছে হেরে গেছে ভারত!
জন্মদিনটাই তাকে বার বার বিশেষ উপলক্ষ তৈরি করে দিতে করে অনুপ্রাণিত। তার আদর্শ দৃষ্টান্ত ওয়ানডে ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। ২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংসটি উদযাপন করেছেন ২০তম জন্মবার্ষিকীর ২ দিন পর। হোম গ্রাউন্ডে (চট্টগ্রামে) টেস্টে প্রথম বড় ইনিংসটি চাঁটগাবাসীকে দিয়েছেন উপহার ২১তম জন্মদিনে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫ রানে। শ্রীলংকার মাটিতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটাও তার হাত ধরে এসেছে, এবং তা ২৪তম জন্মবার্ষিকীর ৩ দিন পর, ২০১৩ সালে হাম্বানটোটায়! আজ ২৮তম জন্মদিন পালনের ৮ ঘণ্টা আগে দেশবাসীকে দিলেন আগাম উৎসবের উপলক্ষ। বার বার নিজের জন্মদিনকে সামনে রেখে উৎসবের উপলক্ষ এনে দিতে পারায় দারুণ খুশি তামীম ‘ হ্যাঁ ঠিকই বলেছেন, জন্মদিনকে কেন্দ্র করে কিছু না কিছু একটা করতে পারছি।’
শততম টেস্টে জয়ীরা

দেশ অধিনায়ক প্রতিপক্ষ ফল ভেন্যু সাল
ওয়েস্ট ইন্ডিজ গ্যারি সোবার্স অস্ট্রেলিয়া ১৭৯ রানে সাবিনা পার্ক, জ্যামাইকা মার্চ, ১৯৬৫
পাকিস্তান মুশতাক আহমেদ অস্ট্রেলিয়া ৭১ রানে এমসিজি, অস্ট্রেলিয়া মার্চ, ১৯৭৯
বাংলাদেশ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা ৪ উইকেটে পি সারা ওভাল, শ্রীলঙ্কা মার্চ, ২০১৭



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামীম

১৭ মার্চ, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ