নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ডুয়াইন স্মিথ, সোয়েব মালিক-টুয়েন্টি-২০’র বড় নাম। অল রাউন্ড পারফরমেন্সে (২২৫ রানও ১৮ উইকেট) চিটাগাং ভাইকিংসে অপরিহার্য হয়ে গেছেন মোহাম্মদ নবী। দলের ব্যাটিং লাইন আপে নেতৃত্ব দিচ্ছেন তামীম (৪২৫ রান)। বোলিংয়ে সেখানে নির্ভরতার স্বাক্ষর রেখে চলেছেন তাসকিন। তবে চিটাগাং ভাইকিংসের আকর্ষণের কেন্দ্রে ক্রিস গেইল। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের সবচেয়ে বড় সেনশেসন ১০ হাজারী ক্লাবের প্রথম সদস্য পদটা বিপিএল থেকেই চেয়েছিলেন পেতে। বিপিএলের প্রথম ৩ আসরে মাত্র ১০ ম্যাচে ৩ সেঞ্চুরি আর ৫০টি ছক্কায় দর্শক বিনোদনের উপলক্ষ্য এই ক্যাবিবিয়ান ব্যাটিং দানবকে এবার আর যাচ্ছে না চেনা। ছক্কার বিনোদন দিতে এসেছেন, ঢাকায় নেমেই দিয়েছিলেন ঘোষণা। অথচ, ৪ ইনিংসে সর্বসাকূল্যে রান তার মাত্র ৬৫ (গড় ১৬.২৫)। আসরে ৫৫টি ছক্কা মারবেন বলে ঘোষণা দিয়ে এই চার ইনিংস মিলে ছক্কা মেরেছেন মাত্র ৫টি! ম্যাচ প্রতি ৪৫ হাজার ডলারে জ্যামাইকা থেকে উড়িয়ে আনা ক্যারিবিয়ান ওপেনারের সঙ্গে ওপেন করতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে তামীমের। তবে ওই চারটি ম্যাচে তামীমের সামনে যে মøান গেইল! তবে গেইল আছেন বলেই ওই চার ইনিংস নিয়ে হতাশ নন চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামীম ইকবাল। নক আউট পর্বে আজ এলিমিনেটরে হেরে গেলে আসর থেকে বিদায়। এমন ডু অর ডাই ম্যাচে গেইল দ্যুতি দেখার অপেক্ষায় তামীমÑ ‘গেইল রান পাননি বলে যে আমি খুব কষ্ট পেয়েছি, তা কিন্তু নয়। ও (গেইল) এমন একটা ইনিংস খেলবে যে ব্যাটিং ম্যাচকে একপেশে করে দিবে, সে বিশ্বাস আছে। এগত চার ম্যাচে সে রান করেনি বলে পরের ম্যাচগুলোতে পারফর্ম করার সামর্থ্য তার আছে, সে বিশ্বাস আছে। এমনটা হলে আমাদের জন্য কাজটা খুব সহজ হবে।’
দলে গেইল যুক্ত হওয়ায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ডুয়াইন স্মিথের মতো টপ অর্ডারকে বসিয়ে রাখতে হচ্ছে। চিটাগাং ভাইকিংসের এই আস্থার প্রতিদান দেয়ার পালা এখন গেইলের। তা মনে করছেন তামীমÑ ‘স্মিথ ৭০ রান করেও পরের ম্যাচে খেলতে পারেনি। কারণ, চারজনের বেশি বিদেশি খেলোয়াড় খেলাতে পারছি না। গেইল যখন এসেছে, তখন স্বাভাবিকভাবে আমরা তার সঙ্গেই যাব। কারণ, ক্রিস স্মিথের চেয়েও বেশি বিপজ্জনক। জিনিসটা গেইল এবং স্মিথ ভালোভাবে নিয়েছে, ইতিবাচকভাবে নিয়েছে।’
তবে দলে গেইল আছেন বলে দলের পুরো ফোকাসটা কিন্তু তার উপর পড়েনি। মাথা থেকে গেইল নির্ভরতা বাদ দিয়ে খেলোয়াড়রা যার যার অবস্থান থেকে সেরা পারফর্ম করছেন বলে জানিয়েছেন তামীমÑ ‘যখন ক্রিস গেইলের মতো কোনো খেলোয়াড় দলে আসে তখন ফোকাসটা তার দিকে ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমি কখনও চাইনি এমনটা হোক। আমাদের খেলোয়াড়দের ফোকাসটা ওর দিকে ঘুরে যাক। ও হয়তো ওর মতো অতটা ভালো খেলতে পারেনি। কিন্তু অন্য যারা ছিল, তারা চেষ্টা করেছে।’
বিপিএলে এবার একটু বেশি দায়িত্ব নিয়েই খেলছেন তামীম। ১২ ইনিংসে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৫ রান) তিনি। ৫টি ফিফটি তে গড় ৪২.৫০। বিপিএলে নিজেকে চেনানো তামীমের লক্ষ্য একটাই দলগত পারফরমেন্সÑ ‘এই টুর্নামেন্ট আমার জন্য ভালো যাচ্ছে। তবে এখনকার পারফরমেন্স কাউন্ট হবে। নিজের ওপর বা অন্য কোনো খেলোয়াড়ের ওপর তাই বাড়তি চাপ দিতে চাই না। পরিকল্পনা অনুযায়ী খেলতে চাইবো। দল হিসেবে যদি আমরা খেলতে পারি সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আক্রমণাত্মক ক্রিকেট খেলে এলিমিনেটরের বাধা টপকে কোয়ালিফাইয়ারে খেলার কথা ভাবছেন তামীমÑ ‘প্রথম পাঁচ ম্যাচের চারটাতে হার, সেখান থেকে টানা ৫ ম্যাচ জেত। দলে যখন দৃঢ়তা দেখানোর দরকার ছিল, দল তখন তা দেখিয়েছে। ফাইনালে খেলতে হলে এখন আমাদের প্রতি ম্যাচই ডু অর ডাই। এই মুহূর্তে ফাইনাল নিয়ে নয়, কালকের (আজকের) ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা ম্যাচ আছে। তারপর থাকবে আরেকটা। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। যদি ইতিবাচক, আগ্রাসী ক্রিকেট খেলি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।