Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ পারিশ্রমিকে আবাহনীতে মাহমুদউল্লাহ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ঢাকা আবাহনীর হয়ে খেলবেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের আসরে সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে তাকে কিনে নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এবারের দলবদলে মাহমুদউল্লাহকে নিজেদের করে নিতে আবাহনী খরচ করেছে ৬০ লক্ষ টাকা। গতকাল শেষ হওয়া এই দলবদলে উচ্চ পারিশ্রমিকে দল পেয়েছেন মুশফিকুর রহিমও। ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাকে কিনে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজাও এবারের আসরে খেলবেন রূপগঞ্জের পক্ষে। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী হিসেবে আবাহনীতে থাকছেন তামীম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকতরা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কিনে নিয়েছে তরুণ সেনসেশনদের। তাদের হয়ে মাঠ মাতাবেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও রুবেল হোসেন। আলোচনায় থাকা অন্য ক্রিকেটারদের মধ্যে শেখ জামালে নাম লিখিয়েছেন ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান। পরীক্ষিত দুই ক্রিকেটার মুমিনুল হক ও নাসির হোসেন খেলবেন গাজি গ্রæপ ক্রিকেটার্স দলে। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শুভাশিস রায়কে কিনে নিয়েছে মোহামেডান। মিরপুরে সংস্কার কাজ চলায় আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০১৬-১৭ সেশনের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হবে বিকেএসপি ও ফতুল্লায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বোচ্চ

৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ