Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৭ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে স্পেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

১৯৮৪ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে স্পেন। দেশটিতে গত জুলাই ৩৭ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত ভোগ্যপণ্যের দাম বেড়েছে। স্পেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউট প্রাথমিকভাবে যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা গেছে, চলতি মাসে দাম ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত মাসে এই বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ২ শতাংশ। ইউরোপের অন্যান্য দেশের মতো করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক কার্যক্রম চালু এবং ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির কবলে পড়েছে স্পেন। চলতি সপ্তাহে স্পেনের অর্থমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সতর্ক করে দিয়ে বলেছেন, মুদ্রাস্ফীতি এখন স্পেনের অর্থনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউট জানিয়েছে, প্রধানত খাদ্য,অ্যালকোহলমুক্ত পানীয়ের উচ্চমূল্য এবং বিদ্যুতের খরচের কারণে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার বলছে, তারা আশা করছে বছরের দ্বিতীয়ার্ধে মূল্যস্ফীতি কিছুটা কমবে। জীবনযাত্রার সঙ্কট মোকাবেলায় পরিবার ও ব্যবসায়ীদের সহায়তার জন্য তারা জ্বালানি ভর্তুকি ও বিদ্যুতের কর কমানোর মতো সিরিজ পদক্ষেপ নিয়েছেন। এর জন্য তিন হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৭ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে স্পেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ