Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ার মূল্যস্ফীতি ১৭ বছরের সর্বোচ্চে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাইজেরিয়ার ভোক্তা মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে দেশটির মূল্যস্ফীতি ১৭ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এটি আফ্রিকার বৃহত্তম অর্থনীতির নাগরিক ও ব্যবসাগুলোর ওপর আরো বেশি চাপ যুক্ত করেছে। নাইজেরিয়ান ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) জানিয়েছে, আগস্টে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ হয়েছে। এটি জুলাইয়ের ১৯ দশমিক ৬ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে। এ নিয়ে টানা সপ্তম মাসের মতো দেশটির মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসের মূল্যস্ফীতির হার ২০০৫ সালের পর সর্বোচ্চ। পরিসংখ্যান সংস্থাটি জানিয়েছে, খাদ্যপণ্যের সরবরাহে ব্যাঘাত এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার বিনিময় হারে পতনের কারণে আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। এ পরিস্থিতি মূল্যস্ফীতির চাপ বাড়াতে ভূমিকা পালন করেছে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ২৩ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। এ সময়ে রুটি, খাদ্যশস্যসহ নাইজেরিয়ার সাধারণ খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ এ মূল্যস্ফীতি সেন্ট্রাল ব্যাংক অব নাইজেরিয়ার ৯ শতাংশ লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়ার মূল্যস্ফীতি ১৭ বছরের সর্বোচ্চে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ