Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে হোটেল চার্জ এক দশকের সর্বোচ্চে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জুলাইয়ে সিঙ্গাপুরে হোটেলের অ্যাভারেজ রুম রেট (এআরআর) প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। কভিডজনিত বিধিনিষেধ শেষে পর্যটক বাড়ায় টানা ছয় মাস ধরে হোটেল ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের (এসটিবি) তথ্য অনুসারে, জুলাইয়ে এআরআর ছিল ২৫৯ ডলার, যা ২০১২ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। ওই সময়ে এআরআর ছিল ২৬১ ডলার। এ ব্যয় গত বছরের জুলাই থেকে ৬৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। যেখানে প্রতি মাসে বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। সামগ্রিকভাবে জুলাইয়ে হোটেল খাতের আয় ৩১ কোটি ৮৫ লাখ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা সাড়ে চার গুণ বেশি। এ সময়ে ৭ লাখ ২৬ হাজার ৬০১ জন পর্যটক পেয়েছে নগররাষ্ট্রটি। আগের মাসে এ সংখ্যা ছিল ৫ লাখ ৪৩ হাজার ৭৩৩ জন। দেশটিতে কভিড-১৯-পরবর্তী সময়ে রুমপ্রতি আয়ের নতুন রেকর্ড হয়েছে। জুলাইয়ে রুমপ্রতি আয় হয়েছে ২০৪ ডলার ৯৯ সেন্ট। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৪০ দশমিক ৩ শতাংশ বেশি। জুনের তুলনায় জুলাইয়ে আয় বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ বেশি। স্ট্রেইটস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুরে হোটেল চার্জ এক দশকের সর্বোচ্চে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ