মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৮ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির মুখোমুখি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। সর্বশেষ ১৯৯৭ সালে এই অঞ্চলে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন স্ট্যাটিসটিকস এজেন্সি স্থানীয় সময় আজ শুক্রবার এক প্রতিবেদনে ইউরোজোনের দেশগুলোর মূল্যস্ফীতির ব্যাপারে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে (ইউরোজোন) থাকে সেই দেশগুলোই প্রধানত এই মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। চলতি জুলাই মাসেই ইউরোজোনভুক্ত ১৯টি দেশে এক মাসের ব্যবধানে ৮ দশমিক ৬ থেকে বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।এদিকে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক মূল্যস্ফীতি রোধে বিগত ১১ বছরের ইতিহাস ভেঙে সুদের হার বাড়িয়েছিল। তবে আপাতত, তাদের প্রচেষ্টা সফল হয়নি বলেই মনে হচ্ছে। এরই মধ্যে, জুলাই নাগাদ ইউরোপেরে বাজারে জ্বালানির দাম বেড়েছে প্রায় ৩৯ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া, খাদ্য, অ্যালকোহল, পরিবহন ব্যয়, তামাক পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য প্রায় ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি স্পেনে। দেশটিতে বিগত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। স্পেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউট জানিয়েছে, দেশটিতে বর্তমান মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮ শতাংশ। যা মাত্র ১ মাস আগেও ১০ দশমিক ২ শতাংশে ছিল। নেদারল্যান্ডসের বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইএনজি গ্রুপের প্রতিষ্ঠান আইএনজি ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্ট কোলিন বলেছে, ‘চলতি জুলাইয়ে আরও একটি কুৎসিত মূল্যস্ফীতি দেখতে হলো আমাদের।’ সূত্র : ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।