নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ইিংলিশ পেস বোলার তায়মাল মিলস বিপিএলের সর্বশেষ আসরে চিটাগাং ভাইকিংসে ৩ ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। সেই অখ্যাত বোলারই গতকাল আইপিএলের নিলামে তুলেছেন ঝড়! ভিত্তিমূল্য ৫০ লাখ রূপী যার, সেই তায়মাল মিলসকে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিনেছে ১২ কোটি রূপীতে ! বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নিয়মিত খেলার সুযোগ পাননি আফগান লেগ স্পিনার রশিদ খান, তারপরও ৮ ম্যাচে ১৩ উইকেটে জাত চেনানো এই লেগিকে মুস্তাফিজুরের দল সানরাইজার্স হায়দারাদ কিনেছে ৪ কোটি রূপীতে। আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবী এমনকি সংযুক্ত আরব আমিরাতের অফ স্পিনার সিরাগ সুরিও পেয়েছেন দল। অথচ সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামীম (১৩৮টি টুয়েন্টি-২০ ম্যাচে ৩৮৩৫ রান) থেকেছেন অবিক্রিত। বিপিএলের সর্বশেষ আসরে সর্বাধিক রান সংগ্রাহক (১৩ ম্যাচে ৪৭৬ রান) তামীম ইকবাল পেশোয়ার জালমিতে চলমান আসরে নিজের প্রথম ম্যাচে ফিফটিতেও (৬২ নট আউট) আইপিএল ফ্রাঞ্চাইজিদের নজরে আসতে পরেননি। শুধু তামীম একাই নন, বিপিএলের সর্বশেষ আসরের সেরা ক্রিকেটার মাহামুদুল্লাহ এবং সেঞ্চুরিয়ান সাব্বির রহমানও নিলামে হননি বিক্রি। তাসকিন, মেহেদী হাসান মিরাজরা, এনামুল বিজয়রাও থেকেছেন অবিক্রিত। ৩০ লাখ রূপীর ভিত্তিমূল্যের ৫ বাংলাদেশীর কাউকে কেনেনি গতকাল আইপিএল ফ্রাঞ্চাইজিরা। অপরিহার্র্য ক্রিকেটার হিসেবে কোলকাতা নাইট রাইডার্স সাকিবকে রেখে দিয়েছে আগেই, সানরাইজার্স হায়দারাবাদ রেখে দিয়েছে মুস্তাফিজুরকে এই দু’জনই আপাতত: করবেন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব। এনামুল হক বিজয়ের নাম উঠলেও সাড়া মেলেনি কোনো টেবিল থেকে। এনামুলের মতো একই পরিণতি হলো মাহমুদউল্লাহ, সাব্বির ও মিরাজের। তামিম ইকবাল ও তাসকিন আহমেদের অবস্থা আরও খারাপ। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নামই উঠেনি আইপিএল নিলামে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।