Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে আগুনে চারটি এসি, কম্পিউটার, আসবাবপত্রসহ আরও কিছু মালামাল পুড়ে যায়। দ্বিতীয় তলায় এ সময় চা নিলাম সংক্রান্ত তাদের একটি সভা চলছিল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। লোকজন ভবন থেকে দৌড়ে নিচে নেমে আসেন। গতকাল সোমবার সকালে জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে এসির সুইচে শর্ট সার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স সোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, চলতি এপ্রিল মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা গতকাল সভায় বসে ছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুঁড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ ঘর কালো হয়ে গেছে বলেও জানান তিনি। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুরে সূত্রপাত ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ