Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘৭ম বিজিএমইএ কাপ-২০২২’ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৪ পিএম

আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ’ এর ৭ম আসর শুরু হবে ২৯ সেপ্টেম্বর উত্তরাস্থ ৪নং সেক্টরের কল্যাণ সমিতির মাঠে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক আয়োজিত ৮-এ-সাইড ফুটবল টুর্নামেন্টে মধ্য ও উচ্চ-ব্যবস্থাপনা পর্যায়ের ১৬টি পোশাক কারখানা অংশগ্রহন করবে।
১০ সেপ্টেম্বর ২০২২, ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে (আসিসিবি) বিজিএমইএ কাপ ২০২২ খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠান হয়, যেখানে অংশগ্রহণকারী দলগুলো খেলোয়াড়দের স্কোয়াডে সংযোজন করে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান খেলোয়াড় নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক মোঃ ইমরানুর রহমান, গার্মেন্টস উদ্যোক্তা, খেলোয়াড় ও স্পনসরদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক কোম্পানি অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হলো- ফকির ফ্যাশন, একেএইচ গ্রুপ, উর্মি গ্রুপ, সায়েম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ফারিহা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, ¯েœাটেক্স আউটারওয়্যার, এমাজিং ফ্যাশনস, এ্যাপারেলস ভিলেজ, কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, টর্ক ফ্যাশনস, টিম গ্রুপ, লায়লা গ্রুপ এবং বান্দো ডিজাইন।
টূর্নামেন্ট আয়োজনে বিজিএমইএ’কে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করছে, তারা হলো: পাওয়ারড বাই স্পন্সর হিসেবে তুরাগ একটিভ। প্লাটিনাম স্পন্সর হিসেবে শেলটেক, বিইউএফটি, ফারিহা গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে ক্লাব ১১, টুয়েলভ ক্লোদিং , সারা লাইফস্টাইল লিঃ, পোরসেলানোসা বাংলাদেশ, স্প্যারো, নিপা গ্রুপ, অ্যানট্রিক্স সলিউশনস লিঃ। ব্রডকাষ্ট পার্টনার হিসেবে টি-স্পোর্টস, ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা, গিফট পার্টনার হিসেবে সিবিএল মুঞ্চি, ফিটনেস পার্টনার হিসেবে মুভমেন্ট সলিউশনস বিডি ও ভেন্যু পার্টনার হিসেবে উত্তরা কল্যাণ সমিতি মাঠ।
১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরার ৪ নং সেক্টরের কল্যাণ সমিতির মাঠে। পরবর্তীতে আর্মি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে মোঃ ইমরানুর রহমান, পরিচালক, বিজিএমইএ এবং বান্দু ডিজাইন এর ব্যবস্থাপনা পরিচালক, একজন অনুরাগী ফুটবলার যিনি ২০১৬ সালে পোশাক শিল্পে কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট 'বিজিএমইএ কাপ' শুরু করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিলাম অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ