Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বান্দরবানে মসজিদ উদ্বোধনকালে এমপি নদভী

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে মসজিদ নির্মাণে ৬ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন সউদী বাদশাহ
মো. সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : সউদী আরবের বাদশাহু সালমান বাংলাদেশে সুরম্য ও অত্যাধুনিক মসজিদ নির্মাণের জন্য ছয় হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন। এসব অনুদানের টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে প্রতিটি জেলা-উপজেলা সদরে পাঁচ শতাধিক মসজিদ নির্মিত হবে। মসজিদের পাশে ইসলামিক রিসার্স সেন্টারও থাকবে। যাতে করে মানুষ ইসলামের ভুল ব্যাখ্যা থেকে দূরে সরে গিয়ে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক‚টনৈতিক তৎপরতায় এসব অনুদান আনতে সহজ হয়েছে। গতকাল সোমবার বিকেলে বান্দরবান সেনা জোনের নবনির্মিত ‘মসজিদ আল-রাহমাহ’ নির্মাণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও চট্টগ্রাম ১৫ আসনের এমপি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, সউদী বাদশা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সকল অনুদান দিয়েছেন। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সাতটি নিজস্ব ক্যাম্পাসের কাজ চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী ও বান্দরবান আসনের এমপি বীর বাহাদুর উশৈসিং বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার প্রসারে ব্যাপক ভ‚মিকা রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ইসলামের নানাবিধ খেদমত করে যাচ্ছেন। তিনি বান্দরবানে সউদী আরবের মাধ্যমে একটি আরবী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য আগত মেহমানকে অনুরোধ করেন। সউদী আরবের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্ববধানে বান্দরবান সেনাবাহিনীর নির্মিত মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব আফ্রিকার প্রতিনিধি শেখ আবদুল্লাহ ফয়সাল আসবাহারী, বক্তব্য রাখেন বান্দরবান সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ব্র্রিগেডিয়ার জেনারেল মো. যুবায়ের সালেহীন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান জুয়েল এবং ডিজিএফআইয়ের কমান্ডার লে. কর্নেল হাসান ইমাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বান্দরবান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ