Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরূপে ফিরলেন আমলা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন ব্যাটে রান নেই হাশিম আমলার। ব্যাপারটা বেশ ভাবাচ্ছিল ভক্তদের। অবশেষে রানে ফিরলেন দেড়শোর্ধো রানের অতিদানবীয় ইনিংস খেলে। সাথে বিধ্বংসী কুইন্টন ডি ককের ঝড়ো শতক। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাও গড়েছে ৩৮৪ রানের পাহাড়।
এ নিয়ে সেঞ্চুরিয়ানে টানা চারটি শতক হাঁকালেন আমলা, সব মিলে ২৪তম। ডি ককের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে লাহিরুর বলে কুসলের হাতে যখন ধরা পড়লেন তখন ইনিংসের বাকি মাত্র ১০ বল। তার আগে ১৩৪ বলে ১৫টি চার ও ৫টি ছয়ে গড়েন ১৫৪ রান। মাত্র ৮০ বলে শতক হাঁকানো ডি কক আউট হন ৮৭ বলে ১৬ চারে ১০৯ রান করে। ক্যারিয়ারের ১২তম শতক দিয়ে আমলা ও গ্যারি কার্স্টনের পর তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। দুই সেঞ্চুরিয়ান মিলে গড়েন ১৮৭ রানের উদ্বোধনী জুটি। সাথে ডু প্লেসির ৩৪ বলে ৪১ ও শেষ দিকে বেহার্ডিনের ২০ বলে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ৩৮৪ রানের সংগ্রহ গড়ে প্রটিয়ারা। ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৪টি সাড়ে তিনশোর্ধো রানের ইনিংস গড়ার রেকর্ড এখন তাদের, ২৩টি ভারতের। হোয়াইটওয়াশ এড়াতে এখন অসাধ্যই সাধন করতে হবে লঙ্কানদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরূপ

১১ ফেব্রুয়ারি, ২০১৭
৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ