নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
১০০ মিটার স্প্রিন্টে মৌসুমের প্রথম শিরোপা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিন। যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা পরশু গ্রেনাডায় আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় ১০.০৫ সেকেন্ডে ১০০ মিটার দৌঁড় শেষ করে শিরোপা লাভ করেন।
ক্রিনাই জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থানও লাভ করেছেন দুই আমেরিকান। ১০.১১ সেকেন্ড সময় নিয়ে রানার আপ হয়েছেন ইশিয়াহ ইয়ং এবং ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মাইক রজার্স। ইনজুরির কারণে গত বছর প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিতে পারেননি গ্যাটলিন। ডোপিংয়ের কারণে দু’বার নিষিদ্ধ হওয়া গ্যাটলিন ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিংবদন্তী উসাইন বোল্টকে হারিয়ে স্বর্ন পদক জয় করেন। বোল্ট পান ব্রোঞ্জ পদক। গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অ্যাথলেটিকস গ্র্যান্ড প্রিতে ১৫০ মিটারে চতুর্থ হন গ্যাটলিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।