Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরূপকাঠি পৌর বিএনপি তিন মাসের আহ্বায়ক কমিটির বয়স সাড়ে ৪ বছর বিভক্ত হয়ে পড়ছে নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির তিন মাসের আহ্বায়ক কমিটি নেতৃত্ব দিচ্ছে সাড়ে চার বছর। আন্তঃকোন্দল আর অবিশ্বাসের কারণে ঝিমিয়ে পড়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। ২০১২ সালের ২৫ ডিসেম্বর সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক ও মনিরুজ্জামান খোকন, গোলাম মোস্তফা ও কাজী আনিছুজ্জামানসহ পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেয় পিরোজপুর জেলা বিএনপি। গত সাড়ে চার বছরে এ আহ্বায়ক কমিটি জাতীয় দিবসগুলোতে পুষ্পস্তবক অর্পণ ছাড়া আন্দোলন সংগ্রামে দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। ভোটের রাজনীতিতে স্বরূপকাঠি পৌর এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ঐক্যের অভাবে ১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শোচনীয় পরাজয় ঘটে দলটির। ওই নির্বাচনে মেয়রসহ ১২টি কাউন্সিলর পদের সবক’টি হারানোর ঘটনায় আন্তঃকোন্দল নতুন করে মাথাচারা দিয়ে ওঠে। পৌর এলাকার ওয়ার্ড কমিটিগুলোও দ্বিধাবিভক্ত থাকায় সাধারণ কর্মী-সমর্থকরা হতাশায় ভুগছেন। তবে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার বিষয়টি অস্বীকার করেন পৌর কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ। তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে পুলিশ তাদের শান্তিপূর্র্ণ কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে। বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যেও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেন ফরিদ। মেয়াদোত্তীর্র্ণ আহ্বায়ক কমিটি দিয়ে স্বরূপকাঠি পৌর বিএনপি কত দিন চলবে জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, শিঘ্রই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ