নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাল থেকে আবার শুরু হয়েছে লম্বা সংস্করণের ক্রিকেট, হাসতে শুরু করেছে তুষার ইমরানের ব্যাটও। জানুয়ারিতে ঠিক যেখানে শেষ করেছিলেন, শুরুটাও করলেন যেন ঠিক সেখান থেকেই। গেল জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলেছিলেন অনবদ্য ১৪৮ রানের ইনিংস। প্রায় আড়াই মাস বিরতির পর চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াতেই এই মিডিল অর্ডার তুলে নিলেন আরেকটি সেঞ্চুরি।
তুষার সেঞ্চুরি করলেও তার দল দক্ষিণাঞ্চল অবশ্য ভালো অবস্থানে নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটে ২৯৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ। তুষারের ১৩০ রানের ইনিংসটিই দক্ষিণের ইনিংসের প্রাণ। ৪৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ফজল মাহমুদের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ১৬৫ রানের জুটি। ফজল ১৬১ বলে ৮৯ রান করে ফিরলেও প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৭তম শতক তুলে নেন তুষার। দলীয় ২৮৭ রানে তুষার ফিরতেই দ্রæত আরো ২ উইকেট হারায় নুরুল হাসানের দক্ষিণ। তুষারের ২২১ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কার মার।
দিনের আরেক ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলামও। তার দলও আছে ভালো অবস্থানে। উত্তরাঞ্চলের বিপক্ষে তার মধ্যাঞ্চলের সংগ্রহ প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৪৯ রান। মধ্যাঞ্চলের আরেক ওপেনার সাইফ হাসান সেঞ্চুরি আক্ষেপে পুড়েছেন ৬ রানের জন্য।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দুই তরুণ মিলে গড়েন ২০০ রানের অসাধারণ জুটি। তৃতীয় সেশনে পানি পানের বিরতি খানিক পর বিচ্ছিন্ন হন তারা। শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে ধিমান ঘোষের হাতে ধরা পড়েন সাইফ। ৬ ওভার পর ফেরেন একই বোলারের বলে একই আউট হয়ে সাজঘরে ফেরেন সাদমানও। এর মাঝে সানজামুলের বলে নাঈম ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান। উত্তরের সান্ত¦না বলতে দিনের শেষ ভাগে এই তিন উইকেট নিতে পারা। ২৩৯ বলে ৯ চারে ১০৭ রান করেন সাদমান। ৩২টি প্রথম শ্রেণীর ম্যাচে এটি তার চতুর্থ শতক।
আগের তিন রাউন্ডে একমাত্র জয় পেয়েছিল উত্তর। পয়েন্ট তালিকাতেও তারাই শীর্ষে।
স ং ক্ষি প্ত স্কো র
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল, বগুড়া
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৯০ ওভারে ২৪৯/৩ (সাইফ ৯৪, সাদমান ১০৭, রকিবুল ০, মার্শাল ২০*, মাহমুদউল্লাহ ২১*; ফরহাদ রেজা ০/৪০, শরিফুল ২/৫০, তাইজুল ০/৭২, আরিফুল ০/১৩, সানজামুল ১/৬৮)।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, সিলেট
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৮৭.১ ওভারে ২৯৯/৭ (শাহরিয়ার ১৭, এনামুল ৬, মাহমুদ ৮৯, তুষার ১৩০, সৌম্য ৪, মিঠুন ২২, নুরুল ৪*, নাঈম ০, দেলোয়ার ৪*; জায়েদ ১/৪৯, সাইফ ২/৪০, খালেদ ২/৬৭, সোহাগ ১/৬৫, আফিফ ০/২৫, কাপালী ০/৩৫, আশরাফুল ০/৬)।
প্রথম দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।