নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরেই গোললাইন প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সেরি আ ও লিগ ওয়ানে। লা লিগাই ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে একমাত্র আসর যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হয় না। গতকাল এর চরম মূল্য দিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। রিয়াল বেটিসের বিপক্ষে বল গোললাইন অতিক্রম করার পরও বাতিল করা হয়েছে বার্সার একটি গোল। ম্যাচটিও হারতে বসেছিল বার্সা। কিন্তু ৯০তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে কোনমতে ১-১ ড্র করে কতালানরা।
স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ বরাবরই গোললাইন প্রযুক্তির বিপক্ষে। প্রচুর বাড়তি খরচই এর একমাত্র কারণ। অথচ যে কাজটি আজ বার্সার সাথে হলো, এই একমাত্র গোলই শেষ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে লিগের শিরোপা নির্ধারক। দ্বিতীয়ার্ধে অ্যালেক্স ভিদালের বাড়ানো ক্রস বেটিসের ডিফেন্ডার মান্দি পিছলে গিয়ে বিপদমুক্ত করেন। কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বল এসময় ক্রসবার অতিক্রম করেছিল। এর কিছুক্ষণ পরই এগিয়ে যায় বেটিস।
তবে এই মুহূর্তটুকু বাদ দিলেও বার্সা যে ভালো ফুটবল খেলেছে তা নয়। বলের দখল মেসি-নেইমার-সুয়ারেজদের অনুকূলে বেশি ছিল ঠিকই, কিন্তু একের পর এক আক্রমণে বার্সার রক্ষণে ত্রাশ ছড়ায় স্বাগতিকরাই। বার্সার যেখানে গোলমুখী শট ১০টি সেখানে বেটিস শট নেয় ১৭ বার! দুই দুটি গোলের সহজ সুযোগ মিস করে তারা। মনে হচ্ছিল ঘরের মাঠে ঐতিহাসিক একটা জয়ই পেতে যাচ্ছে বেটিস। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লিওনেল মেসির বাড়ানো বল ধরে স্বাগতিক দর্শকদের হৃদয় ভাঙেন উরুগুয়ান স্ট্রাইকার।
একদিন আগেই ট্রেবল জয়ের কথা জানান দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। পরের দিনই খেতে হলো এমন ধাক্কা। তাও আবার লিগ থেকে অবনমন এড়ানোই যাদের প্রধান লক্ষ্য তেমন একটি দলের কাছে। সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের চূড়োয় ওঠারও। হোক না দুই ম্যাচ বেশি খেলে এবং অল্প সময়ের জন্যে। কিন্তু তার আর হলো কই। দুই ম্যাচ বেশি খেলেও রিয়ালের চেয়ে উল্টো এক পয়েন্টে পিছিয়ে পড়েছে কাতালানরা। এতক্ষণে হয়তো লিডটা আরো বাড়িয়েও নিয়েছে জিনেদিন জিদানের দল। গত রাতেই বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়াদাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।