Inqilab Logo

শনিবার, ১৩ জুলাই ২০২৪, ২৯ আষাঢ় ১৪৩১, ০৬ মুহাররম ১৪৪৬ হিজরী

বিয়েটাও কি সেরে ফেলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১১:৩৪ এএম

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন। প্রায়ই একসঙ্গে ধরা দেন এই প্রেমিকযুগল। নতুন বছরের শুভেচ্ছাবার্তায় আবারো সামনে এসেছিলেন একসঙ্গে। সেখানে দুষ্টুমির ভঙ্গিতে অঙ্কুশের উদযাপন সবার নজর কাড়ে। এড়ায়নি ঐন্দ্রিলার উদযাপনও। তবে যে জিনিসটা সবার আগ্রহ বাড়ায় সেটা হলো, ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর। তবে কি নতুন বছরে নতুন বন্ধনে অঙ্কুশ-ঐন্দ্রিলা? বিয়েটাও সেরে ফেলেছেন?

যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তবে বিতর্কটা উস্কে দিলেন ঐন্দ্রিলা নিজেই। ২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। নায়ক-নায়িকার শুভেচ্ছাবার্তায় ভর্তি ফেসবুক, ইনস্টাগ্রাম। অঙ্কুশ-ঐন্দ্রিলাও তাদের দর্শকদের একটু অন্যভাবে বছর শুরুর শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন ও এক বন্ধু। সেখানেই বাধল গন্ডগোল।

অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো পোশাকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেই ভিডিওতে যদি ঐন্দ্রিলাকে ভালোভাবে লক্ষ করা যায়, তাহলেই পাবেন চমক। কারণ ঐন্দ্রিলার কপালে ভর্তি লাল সিঁদুর। এই সিঁদুর থেকেই শুরু যত বিতর্কের।

এদিকে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ঐন্দ্রিলার আগামী ছবি ‘সাজঘর’-এর লুক। যেখানে তিনি বিবাহিতা চরিত্রে অভিনয় করবেন। যদি সেই সিনেমার শুটিং করে থাকেন তাহলে কপালে সিঁদুর থাকবে সেটাই স্বাভাবিক। নতুন বছরে আসছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিরিজ। তাছাড়া বেশ কিছু সিনেমাও রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ