Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সার্বিয়া, কসোভার উদ্বেগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ২:১০ পিএম | আপডেট : ৭:০৮ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২২

কসোভোতে বসবাসরত সার্বদের ওপর হামলার আশঙ্কায় সার্বিয়া যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। সে দেশের সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মাইলোস ভুচেভিচের বরাত দিয়ে এ তথ্য জানায় ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর এই সামরিক পদক্ষেপ কসোভোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানী অভ্যন্তরীণ শান্তি ও প্রতিবেশী দেশগুলোর সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন।

দেশের সবচেয়ে সার্ব জনবহুল এলাকা মিত্রোভিকা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। উসমানীয় বাহিনী শহরের সার্বদের আক্রমণ করতে পারে এমন আশঙ্কা গত কয়েকদিন ধরেই বাড়ছে।

গত ১০ ডিসেম্বর থেকে শহরের সার্ব বাসিন্দারা শহরের সার্ব-অধ্যুষিত ও আলবেনিয়ান-অধ্যুষিত এলাকার সংযোগকারী সড়কে বিশাল ট্রাক স্থাপন করে দুইটি এলাকাকে একে অপরের থেকে আলাদা করেছে। কিন্তু খবর হলো, সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে আক্রমণ করবে।



 

Show all comments
  • aman ২৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৫ পিএম says : 0
    হে মহান আল্লাহ তুমি বিশ্ববাসীকে হেফাজত করো
    Total Reply(0) Reply
  • Tutul ২৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ পিএম says : 0
    বিশ্ব নেতৃত্ববানরা এ ব্যাপারে জোড়ালো ভূমিকা পালন করলে বিশ্বে কোনো জায়গায় সংঘাত হতো না। অথচ তারা নিজেদের স্বার্থে নিরব ভূমিকা পালন করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্বিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ