Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন বিরোধী বিক্ষোভ সার্বিয়ার পার্লামেন্ট চত্বরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির পার্লামেন্ট চত্বরে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতের এ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। মূলত বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। তবে রাদোমির লেজোভিক নামের একজন বিরোধীদলীয় নেতা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, লোকজন স্বতঃস্ফ‚র্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে। করোনাভাইরাস মোকাবিলায় বেলেগ্রডে কর্তৃপক্ষের লকডাউনের পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তোলে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের পদত্যাগের দাবিতেও স্লােগান তোলে তারা। এদিন সন্ধ্যায় করোনা মোকাবিলায় বেলগ্রেডে সপ্তাহব্যাপী লকডাউনসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। সন্ধ্যায় তার এ ঘোষণার পর রাতেই পার্লামেন্ট চত্বরে হাজির হয় হাজার হাজার মানুষ। পার্লামেন্টের সামনে বেলগ্রেডের সেন্ট্রাল স্কয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে একদল বিক্ষোভকারী পুলিশকে এড়িয়ে দরজা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে সমর্থ হয়। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। টেলিভিশনের ফুটেজে পুলিশের দিকে তাদের পাথর নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, ৭০ লাখ জনসংখ্যার দেশ সার্বিয়ায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার করোনা শনাক্তের ঊর্ধ্বগতি ছিল লক্ষণীয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্বিয়ার-পার্লামেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ