Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বিয়ায় ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। গত শনিবার দেশটির রাজধানী বেলগ্রেডের ৮০ কিলোমিটার উত্তরের জিতিস্তে নামক গ্রামে স্থানীয় একটি অনুষ্ঠান চলাকালে ওই হামলা চালানো হয়। জেড.এস নামের এক সন্দেহভাজন রাইফেল হাতে ক্যাফে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালান বলে জানা গেছে। ওই সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোসা স্তেফানোভিচ স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে জানান, ওই ক্যাফেতে হামলার আগে সন্দেহভাজন জেড.এস তার প্রাক্তন স্ত্রী এবং অপর এক নারীকেও হত্যা করেন। তিনি তার বৈধ উপায়ে কেনা একটি রাইফেল দিয়ে ওই হামলা চালিয়েছেন বলে স্তেফানোভিচ জানান। তিনি বলেন, সম্ভবত হিংসাই ওই হামলার কারণ। তিনি (সন্দেহভাজন হামলাকারী) ছিলেন এক শান্ত প্রকৃতির মানুষ, এর পূর্বে তার কোনও অপরাধমূলক কর্মকা-ের রেকর্ডও ছিল না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্বিয়ায় ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ