মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলেকোভিছের সঙ্গে ফোনালাপ করেছেন।
ফোনালাপে সেলাকোভিছ প্রথমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র প্রতি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিকের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় সেলাকোভিছ চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম কংগ্রেসের সাফল্য কামনা করেন।
তিনি বলেন, সার্বিয়া চীনের সঙ্গে তার গভীর ঐতিহ্যবাহী মৈত্রী ও সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নিয়ে গৌরব বোধ করে। সার্বিয়ার কেন্দ্রীয় স্বার্থ রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের প্রতি কৃতজ্ঞ তাঁর দেশ। চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা রক্ষায় সমর্থন করে সার্বিয়া।
তিনি আরও বলেন, দু’দেশ গুণগতভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। চীনের সঙ্গে লৌহ বন্ধুত্ব গভীরতর করতে ইচ্ছুক সার্বিয়া।
ফোনালাপে ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আলেক্সান্ডার ভুসিসিকে অভিনন্দন জানিয়েছেন। তাতে দু’দেশের প্রেসিডেন্টদের একে অপরের প্রতি উচ্চ মানের আস্থার প্রতিফলন হয়েছে।
তিনি বলেন, সার্বিয়ার দীর্ঘকালীন ও নির্ভরশীল ‘লৌহ বন্ধু’ ও সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে চীন দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে। আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ইস্যুতে সার্বিয়াকে সমর্থন করতে ইচ্ছুক চীন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।