মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার ক্ষেত্রে তার দেশ নিজের অবস্থানে অটল থাকবে এবং পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না। স্থানীয় পরভা রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে গত ৮০ দিন ধরে নিষেধাজ্ঞা না দিয়ে আমরা কাজ করছি এবং এজন্য আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। এর ফলে তার দেশের জনজীবনে বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট ভুসিস বলেন, “পশ্চিমারা বলে সার্বিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কিন্তু আমি পরিষ্কার করে বলি আমরা যতদিন পারি নিষেধাজ্ঞা আরোপ করবো না। আমরা বড় রকমের ক্ষতির শিকার হচ্ছি কিন্তু আমরা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছি না, আমরা লড়াই করব।” প্রেসিডেন্ট ভুসিস দাবি করেন, “পশ্চিমাদের অনুসরণ করে রাশিয়ার বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি না, কারণ সার্বিয়া হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা খুব ভালোভাবে জানি- এই সব নিষেধাজ্ঞা কতটা অন্যায় এবং অপ্রয়োজনীয়।” গত মাসে সার্বিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাকে ব্ল্যাকমেইল করেছে এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করলে সার্বিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে পশ্চিমা দেশগুলো হুমকি দিয়েছে। পরভা রেডিও চ্যানেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।