Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজারো মানুষের বিক্ষোভ সার্বিয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সাবিয়ায় সুষ্ঠু নির্বাচন ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে দেশটির রাজধানী বেলগ্রেডের রাজপথে নেমেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। তারা সবাই ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ও তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যালায়েন্স অব সার্বিয়া নামের একটি জোটের ব্যানারে আন্দোলনে নেমেছেন তারা। এতে যোগ দিয়েছে ৩০টিরও বেশি বিরোধী দলীয় রাজনৈতিক দল ও সংগঠন। সেসময় তাদের পরনের ব্যাজে লেখা ছিলো, ‘শুরু হয়ে গেছে।’ এই নিয়ে অষ্টম সপ্তাহ ধরে চলছে এই বিক্ষোভ। আন্দোলনে যোগ দেওয়া দেশটির অভিনেতা ব্রেইনিসাভ ত্রিফানোভিচ বলেন, ‘আমাদের দাবি একটাই। তা হলে অশুভ প্রশাসন ব্যবস্থা চলে যাক। আমরা নির্বাচন চাই। আমাদের স্বাধীনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে প্রেসিডেন্ট দফতর থেকে কোনও মন্তব্য করেননি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন এমন দাবিতে হার মানবেন না তিনি। এর আগে বৃহস্পতিবার দেশটি সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে স্বাগত জানান হাজার হাজার সার্বিয়ান। সার্বিয়ার অন্যান্য শহরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদেরও অনেক মানুষ জড়ো হয়েছেন। আন্দোলন হচ্চে ছোট শহরগুলো

তেও। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষের বিক্ষোভ সার্বিয়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ