নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (জেবি বিপিএল) পঞ্চম শিরোপার গন্ধ পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বিপিএলের ২০তম রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শিরোপার আরও কাছে গেল। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ৩-২ গোলে হারায় শেখ জামালকে। বিজয়ী দলের নাবিব নেওয়াজ জীবন দু’টি ও জুয়েল রানা একটি করে গোল করেন। জামালের হয়ে দু’গোল করেন ল্যান্ডিং ডার্বোয়ে ও এমেকা ডালিংটন। এ জয়ে আবাহনী ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট পেয়ে যথারীতি তালিকার শীর্ষেই রইলো। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ঢাকার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।
কাল লিগের প্রথম হারের স্বাদটা নিতে যাচ্ছিল ঢাকা আবাহনী। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে তরুণ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন যেন হঠাৎই জ্বলে উঠলেন। তার দ্যুতিতেই পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো আবাহনী। ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। সবাই অপেক্ষায় আছেন কখন যোগকরা সময় দেখাবেন চতুর্থ রেফারী। তখনই যেন দ্যুতি ছড়ালেন জীবন। তিনি চতুর্থ রেফারীর ঘোষণা অনুযায়ী যোগ করা সময়ের চার মিনিটের তিন মিনিটের মধ্যেই দু’গোল করে বসলেন জীবন। আবাহনীর শিবিরে স্বস্তি ফিরে আসলো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়লো ঢাকার আকাশী-হলুদরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।