নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সর হয়ে খেলতে যেয়ে কাঁধের ইনজুরিতে পড়তে হয়েছে মুস্তাফিজুরকে। সে ঘটনা ৫ মাস আগের। ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধে টেলিস্কোপ সার্জারির পর পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে ১৫ থেকে ১৬ সপ্তাহÑ বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেশের সেই পূর্বাভাস ভুল প্রমাণিত হয়নি। অ্যান্ড্রু ওয়ালেশের সঙ্গে পরামর্শ করে মুস্তাফিজুরের পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রগতির কথা আগেই শুনিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। গত ১ নভেম্বর থেকে বোলিং শুরু করে ১ মাসের মধ্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা মুস্তাফিজুরের ফিটনেস লেভেল এখন প্রত্যাশার কাছাকাছি পৌঁছেছে। গতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে মুস্তাফিজুরের ফিটনেস টেস্ট নিয়ে লক্ষ্যণীয় উন্নতির কথাই শুনিয়েছেন দেবাশিষ। কোটর্নী ওয়ালশের কাছে প্রথম পরীক্ষায় সামর্থের ৫০ শতাংশ দিয়ে করেছিলেন বল। ছোট রান আপে, সাধারণ গতিতে ছোট স্পেলে করেছেন তখন বল। তবে গতি বাড়িয়ে এখন সামর্থের ৮০ থেকে ৯০ শতাংশ দিয়ে বল করতে পারছেন মুস্তাফিজ। বাড়িয়েছেন গতিও। একাধিক স্পেলেও বল করতে পারছেন এখন অনায়াসে। আগামী ৯ ডিসেম্বর সিডনীর ফ্লাইট ধরার ৫ দিন আগে এই সুসংবাদই দিয়েছেন বিসিবি’র প্রধান সিকিৎসক।
শুধু মুস্তাফিজ একাই নন, অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত দলে চমক পেসার হান্টের আবিষ্কার এবাদত অনুশীলনের সময় চোট পেয়ে বিপিএল থেকে ছিটকে পড়ে ফিরে পেয়েছেন ম্যাচ ফিটনেস, তা জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসকÑ ‘আজ (গতকাল) সকালের প্র্যাকটিস সেশনে মুস্তাফিজ ও এবাদত দু’জনই বোলিং করেছে। ওরা দু’জনই বোলিং সামর্থের ৮০-৯০ ভাগ দিয়ে বল করেছে। এ দু’জনের অগ্রগতি নিয়ে আমাদের ট্রেনার খুবই খুশি। আনন্দের কথা হচ্ছে ওরা দু’জনই দুই স্পেলে বোলিং করতে পেরেছে। এখন সামর্থের ৮০-৯০ শতাংশ অর্জন করা মানে কিন্তু প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছেন তারা। যখন খেলার মতো পরিস্থিতিতে যাবে তখন তারা পুরোটা দিতে পারবেন। এখানে যখন ৮০ পারসেন্ট দিচ্ছেন যখন, তখন আমরা ধরে নিচ্ছি অ্যাচিভমেন্ট পুরোপুরি হয়ে গেছে।’
এই দুই বোলারের অস্ট্রেলিয়া সফরটা এখন নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর, এমনটাই মনে করছেন ডা. দেবাশিষÑ ‘অস্ট্রেলিয়া সফরের আগে আমাদের হাতে সময় মাত্র ক’দিন। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে, এরপর তাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের ব্যাপারে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে।’
১০০ শতাংশ ফিটনেস না নিয়েও এই দু’জনের অস্ট্রেলিয়া সফরে উদ্বেগের কিছুই দেখছেন না দেবাশিষÑ ‘যেহেতু ৮০-৯০ সামর্থ দিয়ে বোলিং করতে পারছে তারা, তাতে আমরা ধরে নিব টিমের সাথে অন্যান্য বোলাররা প্র্যাকটিস সিডিউল মেনে যে ধরনের ড্রিলগুলো করবে, একই সিডিউল তারাও অনুসরণ করতে পারবে।’
তবে ফিল্ডিংয়ের সময়ে হাঁটুর লিগামেন্টে চোটে পড়ায় শহীদকে নিয়ে এখনই দুশ্চিন্তা মুক্ত হতে পারছেন না দেবাশিষÑ ‘শহীদের ইনজুরিটা তো গত সপ্তাহে হলো। এসিএল লিগামেন্টে যে ইনজুরি হয়েছে, আমরা আজ (গতকাল) পরীক্ষা করেছি। ওর হাঁটুর অবস্থা আগের চেয়ে ভাল। কিছু কিছু টেস্ট ও পাস করেছে। কিন্তু ওর এখন পায়ের যে অবস্থা তাতে আর এক সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে শহীদকে। আমরা দুই তিনদিনের মধ্যে আবার রিভিউ করবো। তারপর পরবর্তী চিকিৎসার ব্যাপারে জানাতে পারবো।’ তাহলে তো দলের সঙ্গে সিডনী যাওয়া হচ্ছে না শহীদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।