Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজুরের হতাশ বোলিং !

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে উইকেট না পেলেও ১৭ এবং ১৯তম ওভারে মুস্তাফিজুরের ইকোনমি বোলিং সানরাইজার্স হায়দারাদের জয়ের পথ করেছিল সুগম। কিন্তু কাটার মাস্টারকে গতকাল সেভাবে চেনাই যে গেল না। বরং ১৪৭ চেজ করে ১১ বল হাতে রেখে দিল্লী ডেয়ারডেভিলসের কাছে ৭ উইকেটে সানরাইজার্সকে হারতে হলো মুস্তাফিজুরের হতাশ বোলিংয়েই। শুরুতেই ছন্দহীন মুস্তাফিজুরকে দেখা গেছে এদিন। পাওয়ার প্লে’র শেষ ওভারে বল হাতে পেয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি,খরচা মুস্তাফিজুরের ওই ওভারে ৯ রান। ওখানেই থেমেছে তার প্রথম স্পেল। ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলের শুরুটাও ছিল যাচ্ছে-তাই। বাঁ হাতি কাটার মাস্টরের বোলিংটা বরং সুখাদ্য হয়েছে বাঁ হাতি মিডল অর্ডার রিশবান্ত পান্টের। ওই ওভারের তৃতীয় বলে বিসবান্ত লো ফুলটসে মেরেছেন লং অনের উপর দিয়ে ছক্কা, ৬ষ্ঠ বলে একই ডেলিভারীতে বাউন্ডারি ! খরচা মুস্তাফিজুরের ১৪ রান। ১৬তম ওভারে অবশ্য ফিরে পেয়েছিলেন নিজেকে। তিন তিনটি ইয়র্কার ডেলিভারীতে দিল্লী ডেয়ারডেভিলসকে পরীক্ষায় ফেলে দিয়েছিলেন। তবে ১৮তম ওভারে সেই রিসবান্ত পান্টের কাছেই ধাক্কা, আবারো খেতে হলো চার,ছক্কা। খরচা ১৩ রান। আইপিএলে প্রথম ১০ ম্যাচে ওভারপ্রতি খরচা যার মাত্র ৬.১৫, সেখানে গতকাল ৯.৭৫ ( ৪-০-৩৯-০) ! আইপিএলে উইকেটহীন এমন একটি বাজে দিনও কাটল মুস্তাফিজুরের। এই ম্যাচে সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার করেছেন ৪৬, জবাবে দিল্লী ডেয়ারডেভিলসের ডি কক ৪৪,স্যামসন ৩৪ এবং রিসবন্ত পান্ট খেলেছেন ম্যাচ উইনিং ৩৯ রানের ইনিংস। এই ম্যাচ হেরেও পয়েন্ট তালিকায় যথারীতি শীর্ষে আছে সানরাইজার্স হায়দারাবাদ ( ১১ ম্যাচে ১৪ পয়েন্ট)। ম্যাচ জিতে ১২ পয়েন্টে (১০ ম্যাচে) সেমি’র সম্ভাবনা দেখছে দিল্লী ডেয়ারডেভিলস।



 

Show all comments
  • Mokter Hossain ১৩ মে, ২০১৬, ১১:৪৬ এএম says : 1
    এটা ক্রিকেট--সব দিন সমান যায়না !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজুরের হতাশ বোলিং !
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ