Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজুরের বাড়ি এখন উৎসবমুখর ছেলেকে নিয়ে ভয় বাবার

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম তেতুলিয়া এখন উৎসবমুখর। গ্রামের সব মানুষের কেন্দ্রে এখন থাকছে মুস্তাফিজুরদের বাড়ি। আইপিএলে মুস্তাফিজুরের দল সানরাইজার্স হায়দারাবাদের খেলার দিনটি এখানে অন্য এক কৌতুহলে দেখছে সবাই। শত শত লোকের দাবি মেটাতে প্রজেক্টরের মাধ্যমে জায়ান্ট স্ত্রীনে দেখানো হচ্ছে মুস্তাফিজুরের ম্যাচগুলো। মুস্তাফিজুর উইকেট পেলে আনন্দে একাকার হচ্ছেন সেখানকার মানুষ। ছেলের এই সাফল্যে বাবা আবুল কাশেম গাজী পড়েছেন বিড়ম্বনায়। প্রতিদিনই শত শত চিঠি আসছে মুস্তাফিজুরদের ঠিকানায়। চিঠিগুলোর অধিকাংশই মেয়ে ফ্যানদের। বাবা আবুল কাশেম গাজীকে ফোন করে মেয়েরা মুস্তাফিজুরের কন্ট্রাক্ট নম্বরও নাকি চাইছেন। বাবা এখানে অনঢ়, ছেলের টেলিফোন নম্বর কোনভাবেই দিতে রাজি নন তিনি। বার্তা সংস্থা এ এফপিকে দেয়া সাক্ষাতকারে আবুল কাশেম গাজী সে তথ্যই দিয়েছেনÑ‘প্রতিদিন আমাদের ঠিকানায় অনেক চিঠি আসে। আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনযোগ দেয়ার সময় এখন।’

 



 

Show all comments
  • Fahad ৬ মে, ২০১৬, ২:৩৬ পিএম says : 0
    we are proud of him
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজুরের বাড়ি এখন উৎসবমুখর ছেলেকে নিয়ে ভয় বাবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ