Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজুরের সানরাইজার্স ফাইনালে

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ হালকা হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর। তাই কাটার মাস্টারকে এই প্রথম একাদশের বাইরে রেখে খেলতে হয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। মুস্তাফিজুরের অভাবটাও অনুভুত হয়েছে এদিন সানরাইজার্সের। কিউই গতির বোলার ট্রেন্ট বোল্টকে বসিয়ে রেখে মুস্তাফিজুরের উপর আস্থার কারনটা অন্তত: জানিয়ে দিতে পেরেছেন এদিন সানরাইজার্স কোচ টম মুডি। এই প্রথম সানরাইজার্সে খেলার সুযোগকে কাজে লাগাতে পারেননি বোল্ট, সুরেশ রায়নাকে শিকারের দিনে বড্ড অমিতব্যয়ী বোলিং করেছেন,খরচা তার ৩৯। বোলিং নির্ভর দলটির বিপক্ষে গুজরাট লায়ন্সের স্কোর ১৬২/৭। চ্যালেঞ্জটা বুঝি একটু বেশিই হয়ে গেল। তারপরও বিচলিত হননি সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার হার না মানা ৫৮ বলে ৯৩ রানের ( ১১ চার ৩ ছক্কা) ম্যাচ উইনিং ইনিংসে সানরাইজার্স হায়দারাবাদ উঠেছে ফাইনালে। ম্যাচটি কঠিন হয়ে পড়েছিল শেষ দিকে এসে। ৬ষ্ঠ উইকেট পতনের পর ২৫ বলে ৪৫ রানের লক্ষ্যটা কঠিন হতে দেননি বিপুল শর্মা। প্রবীন কুমারকে ১৭তম ওভারে ছক্কায় ১১ রান যোগ করে দলকে ম্যাচে ফিরিয়ে আনা এই ব্যাটসম্যানের ১১ বলে ৩ ছক্কায় ২৭ রান,২১ বলে ৪৬ রানের অবিশ্বাস্য পার্টনারশিপে ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে সানরাইজার্স হায়দারাবাদ। ২০তম ওভারের দ্বিতীয় বলে ভুবনেশ্বরকে স্কয়ার কাটে বাউন্ডারিতে অন্য এক আনন্দে মেতে উঠেছেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে ২ উইকেট নিয়ে মুস্তাফিজুরের বোলিং পার্টনার ভুবনেশ্বর কুমার একক ভাবে উইকেট শিকারের শীর্ষে উঠে এসেছেন ( ২৩ উইকেট)। আসরে সর্বাধিক ৮ ফিফটিতে ৭৭৮ রানে কোহলীর পেছনে এখন ওয়ার্নার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজুরের সানরাইজার্স ফাইনালে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ