Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার ডিভিশনে খেলা হচ্ছে না মুস্তাফিজুরের

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএলের প্লে অফে মুস্তাফিজুরকে বসিয়ে রাখার অর্থ যে হ্যামেস্ট্রিংয়ে সাধারণ চোট নয়, ফাইনালে মুস্তাফিজুরকে খেলতে হয়েছে ইনজুরি নিয়েÑতা এখন উপলদ্ধি করছেন মুস্তাফিজুর ভক্তরা। আইপিএলে ১৬ ম্যাচ খেলে দেশে ফিরে বিশ্রামেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি মুস্তাফিজুর। দেশে ফেরার পর তার ফিটনেস টেস্ট নিয়ে যে সন্দেহ পোষণ করেছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম, সেই শংকাই এখন দেখছে সবাই। মুস্তাফিজুরকে পেতে মুখিয়ে আছে ইংলিশ কাউন্টি ক্রিকেটের ডিভিশন টু’র দল সাসেক্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের দল মোহামেডানও মুস্তাফিজুরের সার্ভিস পেতে উন্মুখ। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লীগের তৃতীয় রাউন্ড থেকেই মোহামেডানের হয়ে খেলার কথা ছিল বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুরের। তবে সাসেক্স কিংবা মোহামেডানের জন্য কোন সুসংবাদ দিতে পারেননি স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারানÑ ‘আমরা প্রতি সপ্তাহেই তার ফিটনেসের উন্নতির বিষয়টা পর্যবেক্ষণ করছি। আগামী সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষার পর বলতে পারবো তার অবস্থা। আপাততঃ এই সপ্তাহের পরীক্ষায় যা মনে হয়েছে, তাতে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে অন্ততঃ ছয় সপ্তাহ লেগে যাবে।’ মুস্তাফিজুরের উন্নতিতে অবশ্য স্বস্তির খবর দিয়েছেন ভিল্লাভারানাÑ ‘তার ফিটনেসের উন্নতি হচ্ছে খুব দ্রæত। যেভাবে উন্নতি করছে, তা চোখের পড়ার মতো। প্রতি সপ্তাহেই তার অ্যাসেসমেন্ট চলছে। তবে নিজেকে ফিরে পাওয়ার বিষয়টি অনেকাংশে তার নিজের ওপর নির্ভর করছে। কেননা সে যতো বেশি ট্রেনিংয়ে সময় দিবে ততো দ্রæত নিজেকে ফিরে পাবে। আর এ জন্য আদর্শ সময় হলো ছয় সপ্তাহ।’ তাহলে তো চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মোহামেডানের হয়ে খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। সাসেক্সের হয়ে খেলাও প্রায় অসম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার ডিভিশনে খেলা হচ্ছে না মুস্তাফিজুরের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ