Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ মুস্তাফিজুরের অপারেশন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সাসেক্সে খেলতে যেয়ে মুস্তাফিজুর কাঁধের ইনজুরিতে পড়ায় অপারেশন ছাড়া বিকল্প নেই, ইংল্যান্ডেই মুস্তাফিজুরের অপারেশনের পক্ষে মত দিয়েছে বিসিবিÑএ খবর ক’দিন আগের। মুস্তাফিজুরের কাঁধের অপারেশন করবেন শচীনের সার্জন অ্যান্ড্রু ওয়ালেসÑতাও ঠিক করে রেখেছে বিসিবি। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে আজ সকাল সাড়ে ১১টায় অস্ত্রোপচার হবে মুস্তাফিজুরের কাঁধে।  অস্ত্রোপচার সম্পন্ন করতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট।  মুস্তাফিজুরের কাঁধে অস্ত্রোপচারের সময় পাশে থাকবেন বিসিবির  প্রধান চিকিৎসক ডা.  দেবাশীষ চৌধুরী। গত পরশু রাতে  এই চিকিৎসককে লন্ডনে পাঠিয়েছে বিসিবি। সুক্ষè এই অপারেশন সম্পন্ন হওয়ার দুই একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন মুস্তাফিজ।  অপারেশনের সপ্তাহ খানেক পর দেশে ফিরে আসতে পারবেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় মাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ মুস্তাফিজুরের অপারেশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ