Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে আতশবাজি বিক্রেতার বাড়িতে টানা ঘণ্টাব্যাপী বিস্ফোরণ, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৮:১৫ পিএম | আপডেট : ৯:১৪ পিএম, ২৪ জুলাই, ২০২২

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার প্রদেশে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে টানা ঘণ্টাব্যাপী বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন। রোববার বিহারের সারান জেলার খয়রা থানার খুদাইবাগ গ্রামে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নাম শাবির হুসাইন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ উড়ে গেছে এবং বাকি অংশে আগুন ধরে যায়। স্থানীয় পুলিশের ভাষ্য, ব্যবসায়ীর বাড়িটি নদীর তীরে অবস্থিত। পরে বাড়ির বড় একটি অংশ নদীতে ধসে গেছে।


ধ্বংসস্তূপের নিচে অন্তত ৮ জন আটকা পড়েছেন। আহতদের বিহারের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
খুদাইবাগ গ্রামটি সারান জেলার সদরদফতর ছাপড়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সারানের এসপি সন্তোষ কুমার বলেছেন, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি। ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’


পুলিশ বলছে, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির ভেতরে আতশবাজি তৈরি করা হয়েছিল। ওই বাড়িটিতে টানা এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ের সময় অবৈধভাবে আতশবাজি বিক্রির অভিযোগ রয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই বলছে, বাড়িটিতে আতশবাজি তৈরির অবৈধ কারখানা ছিল বলে অভিযোগ করা হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ