Inqilab Logo

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মগবাজারে প্লাস্টিক ড্রাম বিস্ফোরণ, আহত ২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:৩৮ পিএম

রাজধানীর মগবাজারে একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন পথচারী আহত হন।

মঙ্গলবার দুপুর ১২ টায় ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার কমিশনার-ডিসি মো. শহীদুল্লাহ।

ডিসি জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রমনা বিভাগের ডিসি শহীদুল্লাহ বলেন, ড্রামে বিস্ফোরক দ্রব্যর কিছু উপাদান পাওয়া গেছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট পরিক্ষা করে জানতে পারবে।

ডিসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসিটিভি ফুটেজ ও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে বলা যাবে ড্রামে কী ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ