গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গত ২২ জুন সন্ধ্যায় দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেন, দেশের দুর্যোগ ও ক্রান্তিকালে জমিয়াতুল মোদার্রেছীন সর্বদাই ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সময় বন্যাকবলিত অসহায় মানুষ, শীত মৌসুমে শীতার্তদের এবং মহামারি করোনাকালীন সময় সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত জনগণকে সর্বাত্মক সহযোগিতা করেছে জমিয়াতুল মোদার্রেছীন। মাদরাসা শিক্ষক-কর্মচারীসহ দেশের সকল বিত্তবানগণ সিলেট, সুনামগঞ্জের বন্যার্তদের পার্শ্বে দাঁড়াবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সংগঠনের পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জের বন্যাকবলিত সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। অতি স্বল্প সময়ে বন্যার্ত মানুষের সহযোগিতার্থে জমিয়াতুল মোদার্রেছীনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হবেন। সভা থেকে জমিয়াতুল মোদার্রেছীনের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারী, শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দকে জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়ানোর নিমিত্বে সংগঠনের ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য সহযোগিতা প্রেরণের জন্য আহ্বান জানান।
নেতৃবৃন্দ বন্যায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন সকলের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্যধারণের অনুরোধ জানান এবং মুনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য প্রর্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা কবি রূহুল আমীন খান, তেজগাঁও মদীনাতুল উলুম মডেল কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক, মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, ঢাকা নেছারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ মোঃ আবু হানিফ, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, হাজী মরনআলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, নয়াটোলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, গাউছিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এজহারুল হক, দারুল ফালাহ্ ছালেহীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান, নাজমুল হক কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান শেখ, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাওলানা মোঃ জহিরুল ইসলাম, মুগরাকুল মোহাম্মদীয়া মাদরাসার মাওলান মোঃ নোমান ছিদ্দিকী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।