Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু : কাকে দায়ী করলেন নুসরাত!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১০:১৬ এএম

কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকজন ভারতীয় তারকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৬ দিনে মডেল, অভিনেত্রী ও গায়িকাসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত তালিকায় থাকা সাতজনের মধ্যে তিনজনই টালিপাড়ার। প্রাথমিকভাবে তিনটি মৃত্যুই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। এদের কারও ছিল পেশাগত জীবনের ব্যর্থতা। কারও ছিল সম্পর্কের টানাপোড়ন। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে একটি রক্তদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নুসরাত বলেন, ‘অভিনেত্রীদের এমন মৃত্যু দুঃখজনক এবং বেদনাদায়ক। নতুন প্রজন্মের অভিনেত্রীদের অনেকেই উচ্চাকাঙ্ক্ষার মোহে পড়ে সেখানে পৌঁছতে না পেরে মানসিক অবসাদে ভোগেন। পরবর্তীতে সেখান থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নেন। প্রার্থনা করি, এভাবে যাতে কেউ নিজের জীবন শেষ না করেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে। এমন কাউকে খুঁজে পাবেন না, যার জীবনে সমস্যা নেই। তবে আজকাল ডিপ্রেশন নিয়ে অনেকেই সচেতন। আমি কখনও আত্মহননের বিষয়টি সমর্থন করব না।’

ভারতীয় তারকাদের রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন না। পেছনে তাকালে দেখা যাবে, কয়েকবছর ধরেই অকালে ঝরে যাচ্ছে টলি পাড়ার অভিনেত্রীদের প্রাণ। ২০১৫ সালে মৃত্যু হয় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের। ২০১৭ সালে একই পথে হাঁটেন বিতস্তা সাহা। পরের বছরর মারা যান পায়েল চক্রবর্তী ও মৌমিতা সাহা। ঘটনাগুলো নিয়ে সেসময় কেউ অতটা ব্যস্ত না হলেও অল্প কিছুদিনের মধ্যে তিন অভিনেত্রীর অকাল মৃত্যু সবাইকে ভাবাচ্ছে।

এদিকে সম্প্রতি, নুসরাতের লোকসভা কেন্দ্র বসিরহাটে তার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘‘লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা রয়েছে। প্রতি দিন কিছু না কিছু কাজ করতে হয়। কেউ যদি আমার ছবি লাগিয়ে সংবাদমাধ্যমে বিক্রি করে লাভ পায়, তাতে আমার কী অসুবিধা! যাঁরা নিখোঁজের পোস্টার দিয়েছিলেন, তাঁরাই নিখোঁজ হয়ে বসে আছেন। তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ