Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মিলিশিয়া হামলায় নিহত ৬০

ডিআর কঙ্গোয় হাই-ভোল্টেজ ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে ২৬ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হাই-ভোল্টেজের ক্যাবল একটি ব্যস্ত বাজারে ছিঁড়ে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী কিনশাসার কাছে একটি বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, বিদ্যুতের ক্যাবলটি ছিঁড়ে কয়েকটি বাড়ি ও কেনাকাটায় ব্যস্ত মানুষদের ওপর পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি নিথর দেহ পড়ে আছে। বিদ্যুতের ক্যাবলটি কীভাবে ছিঁড়ল তা সম্পর্কে জানা যায়নি। তবে এক বিবৃতিতে দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, ক্যাবলের একটি অংশে বজ্রপাত আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে তা মাটিতে পড়ে যায়। নিহতদের পরিবারের প্রতি কোম্পানিটি শোক ও সমবেদনা জানিয়েছে। অপর এক খবরে বলা হয়, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত লোকজনের একটি শিবিরে মিলিশিয়াদের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠীর প্রধান ও শিবিরটির একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বুধবার ভোররাতে হামলাটি চালানো হয়। তারা দুজনই জানান, ইতুরি প্রদেশের বুলের কাছে সাভো শিবিরে স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে হামলাটি চালানো হয়। এই হামলার জন্য সিওডিইসিও মিলিশিয়াদের দায় দিয়েছেন তারা। ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলস নগোঙ্গো হামলাটি সিওডিইসিও চালিয়েছে বলে নিশ্চিত করেছেন এবং প্রায় ২০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে কঙ্গোর সেনারা ওই মিলিয়াদের খোঁজ পেয়েছিল, কিন্তু হামলাকারীরা ওই শিবিরে পৌঁছতে দিক পরিবর্তন করে তাদের পাশ কাটিয়ে যায়। কঙ্গোর পূর্বাঞ্চলের ভ‚মি ও প্রাকৃতিক সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এখানে তৎপর বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সিওডিইসিও অন্যতম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটির যোদ্ধারা ইতুরিতে শত শত বেসামরিককে হত্যা করেছে এবং কয়েক হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের আগের হামলায় বাস্তুচ্যুত লোকজন এসে যেসব উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়ে বসবাস করছে স¤প্রতি তারা সেই শিবিরগুলোকে লক্ষ্যস্থল করতে শুরু করেছে। সাভো শিবিরের বাসিন্দা লোকানা বালে লুসা বলেন, “প্রথম যখন চিৎকার শুনলাম তখনও আমি বিছানায়। বেশ কয়েক মিনিট ধরে গুলি চলল। আমি পালিয়ে গিয়ে দেখলাম অনেক টর্চের আলো আর লোকজন সাহায্যের জন্য চিৎকার করছে। তখন আমি বুঝতে পারলাম সিওডিইসিও মিলিশিয়ারা আমাদের শিবির আক্রমণ করেছে। “আমরা ৬০ এরও বেশি মৃত ও গুরুতর আহতকে গুনেছি। আমাদের সত্যিই নিরাপত্তা দরকার কারণ আমরা আমাদের খামারে যেতে পারছি না এবং এখন আমাদের শিবিরেও আমাদের অনুসরণ করা হচ্ছে।” বাহেমা-নর্থ এলাকার মানবাধিকার গোষ্ঠীর সভাপতি চারিতে বানজা বাভি মৃতের সংখ্যা ৬৩ জন বলে জানিয়েছেন। বিবিসি, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলিশিয়া

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ