Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুতিরা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি : সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ইয়েমেনের হুতি মিলিশিয়ারা সউদীর সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। সম্প্রতি সউদী আরবের দক্ষিণাঞ্চলে হুতি বিদ্রোহীদের হামলায় পাঁচজন ব্যক্তি আহত ও বহু সম্পদের ক্ষতি হয়েছে। খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সউদী আরবের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে, মধ্যপ্রাচ্যের জন্য হুতিরা হুমকি। তারা ২০১৫ সাল থেকে সউদী আরবের সাধারণ নাগরিকদের হত্যা করছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. হামডান আল-শেহরি আরব নিউজকে বলেন, সউদী আরব সম্প্রতি হুতিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে, যেটার লক্ষ্যবস্তু ছিল সউদীর সাধারণ নাগরিক। যদি সউদী যথা সময়ে হামলা ঠেকিয়ে না দিত তাহলে বহু মানুষ হতাহত হতো।’ আল শেহরি বলেন, হুতিদের থেকে হিংসাত্মক ও ধ্বংসাত্মক আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আশা করা যায় না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার প্রতি প্রশ্নও তুলেছেন তিনি। তার দাবি, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ওই হামলার ঘটনাগুলো ঘটছে। সুতরাং আমেরিকা স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে যে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো কার্যকর করতে যাচ্ছে তা সঠিক কাজ বলে মন্তব্য করেন আল শেহরি। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের জন্য সানা শহরের সাধারণ নাগরিকদের মাঝ থেকে রকেট হামলা চালায়। তারা ইয়েমেনের সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। হুতিরা ইয়েমেন, সউদী আরবসহ গোটা আরব অঞ্চলের শান্তির জন্য হুমকি। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুতি-মিলিশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ