মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শান রাজ্যের মুসেতে সরকার-সমর্থিত একটি মিলিশিয়া ঘাঁটিতে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। চীন-মিয়ানমার সীমান্তে থাকা এই নগরীর স্থানীয় সূত্রগুলো এ তথ্য দিয়েছে। প্যান সে মিলিশিয়া জানিয়েছে, বন্দুকধারীরা সন্ধ্যা ৭টায় তাদের সদর দফতরে আর্টিলারি ও বন্দুক দিয়ে হামলা চালায়। তারপর তারা গাড়ি ও মোটরবাইকে করে চলে যায়। প্যান সের এক সদস্য বলেন, কয়েকটি আর্টিলারি শেল সদরদফতরের ভেতরে পড়েছে। কয়েকটি গোলা চীনা ভূখন্ডেও পড়ে। এক মিলিশিয়া সদস্য জানান, কয়েকটি গোলা চীনা সীমান্তের ভেতরে থাকা একটি কিন্ডারগার্টেন স্কুলে আঘাত হানে। এতে স্কুলের ভেতরে থাকা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চীনা সেন্ট্রাল টিভি শুক্রবার জানায়, রাইলির ভেতরে বেশ কয়েকটি গোলা ও বুলেট আঘাত হেনেছে। দি ইরাবতী, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।