প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একের পর এক মিডিয়া ব্যাক্তিত্ব আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। তবুও এড়ানো গেল না ভাইরাসকে। চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তনুশ্রী নিজেই এই তথ্য জানিয়েছেন।
টুইটারে এই নাায়িকা লেখেন, ‘সব ধরনের সাবধানতা অবলম্বন করার পরও কোভিড আক্রান্ত হলাম, আমার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই পরিবারের সবার থেকে নিজেকে আলাদা করে ফেলেছি।'
তিনি আরও জানান, তিন দিন আগেই টেস্ট করেছিলেন, কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তবুও দুদিন আগেই তার খুব জ্বর এলে ফের টেস্ট করান এবং এরপর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত জ্বর নেই, তবুও চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
করোনার তৃতীয় ঢেউয়ে টলিউডের বহু তারকা আক্রান্ত হয়েছেন। সে তালিকায় রয়েছেন দেব, মিমি থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এছাড়া বেশ কয়েকজন নির্মাতা ও সংগীতশিল্পীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।