প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শোবিজ জগত থেকে টলিউড তারকা বনি সেনগুপ্ত নাম লিখিয়েছিলেন রাজনীতির খাতায়। এবার সেই রাজনৈতিক দল বিজেপি ছাড়ছেন তিনি। শ্রাবন্তী চ্যাটার্জির পর এবার বিজেপির রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই তারকা। ইতিমধ্যেই দল ছাড়ার কথা মৌখিকভাবে বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন তিনি। দুই একদিনের মধ্যে খাতায় কলমে সই করেই দল ছাড়বেন অভিনেতা।
তবে এই প্রসঙ্গে সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে বনি বলেন, ‘না, আমি কাউকে কিছু জানাইনি। আপাতত রাজনীতি থেকে দূরে অভিনয়েই মন দিতে চাই। ’
এদিকে বনির মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘আপাতত শুটিংয়ের ভীষণ চাপ রয়েছে তার ওপর। সবটা সামলে রাজনীতিতে মন দিতে পারছেন না বনি। সেই কারণেই রাজনীতি থেকে সরে অভিনয়ে মন দিতে চান তিনি।’
বনির বিজেপি ত্যাগের খবরে অনেকেরই ধারণা, হয়তো তিনি তৃণমূলে যোগদান করবেন এরপর। সেই জল্পনা নিয়ে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন কি না, এই সিদ্ধান্ত একমাত্র বনিই নেবেন। তবে রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিতে চান বলে, খুশি বনির পরিবার।’
পশ্চিম বঙ্গের গত বিধানসভা নির্বাচনের আগেই চমক সৃষ্টি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। মা পিয়া সেনগুপ্ত, হবু স্ত্রী কৌশানি যেখানে তৃণমূলে সেখানে বনি বিজেপি বেছে নেওয়াতে অবাক হয়েছিলেন সকলেই। হতভম্ব ভাব গোপন করতে পারেননি মা পিয়াও। কিন্তু তার কয়েক মাস পরেই ফের ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপি ছাড়ার জল্পনা বনির।
বর্তমানে রাজা চন্দের নতুন ছবি ‘আম্রপালি’র শুটিংয়ের কারণে বোলপুরে রয়েছেন বনি। সেখান থেকে ঢাকায় আসবেন সিনেমার শুটিংয়ের কারণে। সবমিলিয়ে অভিনয়ই সবথেকে বেশি উপভোগ করছেন বনি। তাই তনুশ্রী, শ্রাবন্তীর মতো আপাতত রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চাইছেন না বনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।