Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমীরের স্ত্রীই জুয়াড়ি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

আপাতত বলিউডে সবচেয়ে উচ্চারিত নাম হচ্ছে নার্কোটিকস কনট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। বলিউড কিং শাহরুখ খানের ছেলেকে গ্রেফতার করেই রাতারাতি সমীর ওয়াংখেড়েও চলে এসেছেন লাইমলাইটে।
সমীর নিজেকে নীতিবান বলে সর্বত্র পরিচয় দেন। কিন্তু এই নীতিবান ব্যক্তির অভিনেত্রী স্ত্রী একজন জুয়াড়ি। আইপিএল ম্যাচ ফিক্সিংয়ে সমীরের স্ত্রী ক্রান্তি রেডকারের নাম জড়িয়েছিল। এছাড়াও তিনি একাধিক মরাঠি ছবিতেও অভিনয় করেছেন।
জানা গেছে ২০১৩ সালের আইপিএল ম্যাচ ফিক্সিংয়ে এনসিবি কর্মকর্তা সমীরের স্ত্রী ক্রান্তির নাম জড়িয়েছিল। প্রায়ই এমন অভিযোগ উঠছে সমীর বেছে বেছে বলিউড সেলেব্রিটিদেরই টার্গেট করছেন।
এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে, সমীরের সাফ জবাব, ‘আমাদের সারা বছরের কোনও কাজকর্ম মিডিয়ার চোখে পড়ে না। কোনও পরিচিত মুখকে যখনই ধরা হয় তখনই আমাদের বেøম করা শুরু হয়ে যায়’।
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের দাবি, তিনি ওই পার্টিতে ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাত্র। অন্য কোনওভাবেই ওই ঘটনায় তার যোগ নেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, রেডিট।



 

Show all comments
  • Durgasankar Dutta ৮ অক্টোবর, ২০২১, ৭:০৬ এএম says : 0
    একেই দায়িত্ব দিয়ে গুজরাটের আডানি মুন্দ্রা বন্দরে পাঠানোউচিত ওখান থেকে ভারতে সমস্ত জায়গায় ড্রগ সাপলাই হয় আমার মনে হয় কারন ৩০০০হাজার কেজি ড্রাগ ধরা পরেছে মিডিয়া চুপ
    Total Reply(0) Reply
  • Subir Kumar Dey ৮ অক্টোবর, ২০২১, ৭:০৬ এএম says : 0
    যারা মাদক খাচ্ছে তারা ধরা পড়ছে। যারা এদেশে মাদক আনছে তারা ধরা পড়ছে না। খালি ওপরে ওপরে ভেসে বেড়াচ্ছে। গভীরে যাচ্ছে না। যেমন বেণী তেমনি রবে চুল ভেজাবো না।
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ৮ অক্টোবর, ২০২১, ৭:০৮ এএম says : 0
    এটি বোকাও বোঝে। কিছু দিন আগে সালমান কে একজন ইমিগ্রেশন পুলিশ হেনস্তা করেছিল তাদের‌ই ইশারায়। মুসলমানরা ভারতে দাপটে চলবে, এটা তাদের মোটেও সহ্য হয় না।
    Total Reply(0) Reply
  • নুর নাহার আক্তার নিহার ৮ অক্টোবর, ২০২১, ৭:০৮ এএম says : 0
    সবার আগে ওই মন্ত্রীটাকে কি কোন সাজা দেওয়া যায়? তাহলে ভালো লাগতো
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ৮ অক্টোবর, ২০২১, ৭:০৯ এএম says : 0
    রাজনৈতিক কারণেই এমন হৈচৈ সেটা তো সঠিক, নাহলে আদানির বন্দরে একুশ হাজার কোটির ড্রাগ নিয়ে সব চুপ কিভাবে??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ