Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলিম যুবককে বিয়ে করায় হিন্দুত্ববাদীদের তোপের মুখে স্বরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩২ এএম

মুসলিম যুবককে বিয়ে করার পর থেকে কট্টর হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার তাকে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার এক মোহন্ত যে মন্তব্য করলেন তা অতীতের সব মন্তব্যকে ছাড়িয়ে গেছ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, স্বরার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অযোধ্যার রাম মন্দিরের মোহন্ত রাজু দাস। তিনি বলেন, “স্বরা ভাস্কর প্রকাশ্যে ইনশাআল্লাহ বলেছেন। ভারত তেরে টুকরে হোঙ্গে বলেছেন। এবার এমন একজনকে বিয়ে করলেন যাকে তিনি দিনদশেক আগেও ভাই বলে ডেকেছিলেন। জলদি বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘তবে এসব সত্ত্বেও আমি তাকে শুভেচ্ছা জানাব। তিনি যদি হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায় তাহলে তাকে শুভেচ্ছা।’

স্বরার বিয়ে নিয়ে মোহন্তের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্যাক্টে আদালতে বিয়ের রেজিস্ট্রার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই হইচই শুরু হয়। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানান স্বরাকে, তেমনি কেউ কেউ ব্যঙ্গ করতেও ছাড়েননি ভিনধর্মে বিয়ে করার জন্য।

এবার হিন্দুত্ববাদীরাও ছেড়ে কথা বলছেন না বলিউড অভিনেত্রীকে। স্বরাকে ইতোমধ্যেই তোপ দেগেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধবী প্রাচী। তিনি বলেলেন, ‘স্বরা চিরকালই হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতাম কোনো হিন্দুকে উনি বিয়ে করবেন না। সেটাই হয়েছে। মুসলিমকে বিয়ে করেছেন। শ্রদ্ধাকে কীভাবে ৩৫ টুকরো করেছিল তার লিভ ইন পার্টনার, সেই খবরটা হয়তো স্বরা জানেন না। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরার ভালোভাবে ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল। শ্রদ্ধার সঙ্গে যা হয়েছে স্বরার সঙ্গে তা হতেই পারে।’



 

Show all comments
  • Sukanta Mitra ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪২ পিএম says : 0
    পড়লাম। একটা কথা বাদ দেওয়া হয়েছে। এক মুসলিম ধর্মগুরু বলেছেন, এই বিয়েটা মুসলিম ধর্ম অনুসারে বৈধ নয়। অদ্ভুত কথা। ...
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৭ পিএম says : 0
    শয়তান মুদির সরকার আরো কত কিছু করবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ