Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জেমি’র স্থলাভিষিক্ত অস্কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ এএম

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে জেমি’র স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। গতকাল বিকালে বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সোমবার বিপিএলে বসুন্ধরার শেষ ম্যাচ। পরের দিনই অস্কার জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।
আগামী ১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ এ আসরে দীর্ঘদিন ধরেই ব্যর্থ বাংলাদেশ। মূলত সাফে ভালো ফলাফল পেতেই জাতীয় দলের কোচ পরিবর্তন হয়েছে। গত তিন বছরে জেমি ডে’র অধীনে বাংলাদেশ দল সেই অর্থে কোনো সাফল্য পায়নি। এশিয়ান গেমসের নক আউট পর্বে খেলাই জেমির মূল সাফল্য। চলতি বছরের মার্চে নেপালে ত্রিদেশীয় সিরিজে জেমি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাতে ব্যর্থ হয়েছেন। তিনি ওই টুর্নামেন্টের ফাইনালে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য। অথচ তার তত্ত্ববধানে বিশ্বকাপ বাছাইয়ের আট ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে কিরগিজস্তানে শুরু হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টেও ব্যর্থ হয় লাল-সবুজরা। গত ৯ সেপ্টেম্বর কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচেও জিততে পারেনি জেমি ডে’র দল। ব্রিটিশ কোচের অধীনে জাতীয় দলের এমন বাজে পারফরম্যান্সে নাখোশ বাফুফের দায়িত্বশীলরা। যার বহিঃপ্রকাশ ঘটেছে কোচকে অব্যাহতি দেয়ার মাধ্যমে। কাল সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানের তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমির উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতিও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অস্কার ব্রুজোনকে ২ মাসের জন্য অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছি।’
অস্কার বসুন্ধরা কিংসের প্রধান কোচ। ঘরোয়া আসরে সফল হলেও কিছুদিন এএফসি কাপে মালদ্বীপ থেকে ব্যর্থ হয়ে ফিরেছেন। সেই অস্কারকে জামালদের কোচের দায়িত্ব দেয়া কতটা যুক্তিসঙ্গত হয়েছে? এ প্রশ্নে নাবিলের উত্তর,‘গত দুই তিন বছরে অস্কার আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই তার ক্লাবের। সবকিছু বিচার বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
অস্কার ব্রুজোন আগামী দুই মাসের দায়িত্বকালে অক্টোবরে সাফ টুর্নামেন্ট, কুয়েতে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই ও নভেম্বরে শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকবেন। আপাতত তার মেয়াদ ২১ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। বসুন্ধরার সঙ্গে তার চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে বসুন্ধরার সঙ্গে আলোচনা করেই অস্কারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান কাজী নাবিল। জাতীয় দল থেকে জেমি’র বিদায় নিশ্চিত হয়ে গেছে, এটা এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ হবে পরে। সম্ভবত অস্কার ব্রুজোনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জেমি’র সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ আরো প্রায় এক বছর রয়েছে। চুক্তিবদ্ধ থাকায় ব্রিটিশ কোচকে সরাসরি বরখাস্ত বলছে না দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এ প্রসঙ্গে নাবিল বলেন,‘ আগামী তিন মাস জেমি জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। এরপর আমরা তার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেব।’ ইতোমধ্যে সাফের জন্য ৩৫ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। নতুন কোচ প্রয়োজনে এ তালিকায় রদবদল আনতে পারবেন বলে জানান নাবিল,‘নতুন কোচ তার প্রয়োজন মতো তালিকা করতে এবং কোচিং স্টাফ নিতে পারবেন।’
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই ক্যাম্প নিয়ে জেমি যখন পরিকল্পনা সাজাচ্ছিলেন ঠিক তখনই জাতীয় দল কমিটি তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কাল সন্ধ্যায় মিডিয়ায় খবরটি জেনে জেমি আশ্চর্য হননি বলে জানান। তার কথায়, ‘আশ্চর্য হইনি। ফুটবল বিশ্বে এমন হতেই পারে। কোচদের চাকরি সব সময় ঝুকিপূর্ণ।’ বাংলাদেশে জেমি ডে’র চুক্তির মেয়াদ আগামী বছরের আগস্ট পর্যন্ত। চুক্তি অনুযায়ী তাকে বেতন-ভাতা দিতে হবে। বাফুফে সেই ইঙ্গিতও দিয়েছে। এ প্রসঙ্গে জেমি বলেন, ‘আমার এখনো চুক্তির মেয়াদ রয়েছে। চুক্তি থাকাবস্থায় আমাকে এভাবে কাজ থেকে দূরে রাখাটা বিস্ময়কর। বাফুফে আমাকে জানাতে পারতো। আমাকে না জানিয়ে এ সিদ্ধান্ত নেয়াটা আমার কাছে অপেশাদার মনে হয়েছে। আমি কিছু দিনের মধ্যে লন্ডনে যাব। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ তবে অব্যাহতি পেলেও অস্কারকে শুভেচ্ছা জানিয়েছেন জেমি, ‘আমি দলের সঙ্গে না থাকলেও চাই বাংলাদেশ ভালো করুক। বাংলাদেশ দল এবং অস্কারের প্রতি আমার শুভ কামনা রইল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমি

১৮ সেপ্টেম্বর, ২০২১
২৬ সেপ্টেম্বর, ২০২০
১০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ