Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেমি লি কার্টিসের তৃতীয় সন্তান ছেলে থেকে এখন মেয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

অভিনেত্রী জেমি লি কার্টিস জানিয়েছেন তার তৃতীয় সন্তানটি ট্রান্সজেন্ডারের অন্তর্ভুক্ত। তিনি জানান ‘বিস্ময়ের সঙ্গে তিনি দেখেছেন’ তার তৃতীয় সন্তানটি ছেলে থেকে মেয়ে রুবিতে রূপান্তরিত হয়েছে, এতে তিনি তার গর্ব প্রকাশ করেছেন। ৬২ বছর বয়সী অভিনেত্রীর স্বামী ক্রিস্টোফার গেস্ট। কার্টিস সম্প্রতি রুবির ব্যাপারে মুখ খুলেছেন। তিনি রুবির জীবনকে তিনি ‘লাগাতার রূপান্তর’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, রুবি এখন তার সবচেয়ে বড় কন্যা অ্যানির (৩৪) সঙ্গে সহযোগী হিসেবে কম্পিউটার গেমিং এডিটরের কাজ রছেন। কিছুদিন আগে তার বাগদান হয়েছে এবং তিনি নাচ প্রশিক্ষকের কাজও করেন। রুবি আর তার বাগদত্ত আগামী বছর বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের সন্তানদের কেউ এখনও সন্তানের মুখ না দেখলেও কার্টিস ও তার স্বামী অচিরেই নাতি নাতনির মুখ দেখার প্রত্যাশা করছেন। অভিনেত্রী তার পারিবারিক জীবন নিয়েও কথা বলেছেন। আমি বাড়ি ফিরে তাকে (স্বামীকে) দেখলে নিরাপদ বোধ করি। আমাদের দীর্ঘ দাম্পত্য জীবন। তার গাড়ি গ্যারাজে দেখলে নিরাপদ বোধ করি, মনে হয় আমি একা নই। গেস্ট ও কার্টিসের বিয়ের ৩৭ বছর পূর্তি হবে আগামী ডিসেম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমি লি কার্টিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ