নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ফুটবল দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে বলেছেন, বিদেশি ফুটবলার ছাড়া ঘরোয়া লিগ হলে উপকার হবে বাংলাদেশ জাতীয় দলেরই। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন,‘এটা হলে ভালোই হবে। বিশেষ করে জাতীয় দল বেশি উপকৃত হবে। খেলোয়াড়রা নিজ নিজ পজিশনে খেলতে পারবে। স্থানীয় ফুটবলারদের জন্য এটা হবে ভালো সুযোগ।’ সবকিছু ঠিক থাকলে আর মাত্র ২৪ ঘন্টা পরে জানা যাবে, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ায় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভাগ্যে কি আছে? শেষ পর্যন্ত বিপিএল ফের মাঠে গড়াবে, না ‘বাতিল’ বা ‘সমাপ্তি’ ঘটবে এবারের লিগের।
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ রুখতে গত ১৫ মার্চের পর আর অনুষ্ঠিত হয়নি বিপিএলের দ্বাদশ আসরের খেলা। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত খেলা হলেও বিপিএল যে আর মাঠে গড়াচ্ছে না তা এক প্রকার নিশ্চিত। কারণ, লিগে অংশগ্রহণকারী বেশিরভাগ ক্লাবই করোনা দুর্যোগের মধ্যে চলতি মৌসুমে আর খেলতে চাইছে না। ক্লাবগুলোর এই অনড় অবস্থানের কারণে সিদ্ধান্ত নিতে আগামীকাল জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি। এই সভা শেষে বিপিএলের সঙ্গে বর্তমানে লেগে থাকা ‘স্থগিত’ শব্দটি উঠিয়ে সেখানে ‘বাতিল’ বা ‘সমাপ্তি’ বসাবে বাফুফে। পাশাপাশি আগামী মৌসুমের জন্য কিছু দিক নির্দেশনাও থাকবে ক্লাবগুলোর জন্য। এ প্রসঙ্গে গতকাল বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আগামী মৌসুমটা আমরা কবে শুরু করতে চাই, লিগের বাইলজে কোনো পরিবর্তন থাকবে কিনা, এসব বিষয়ে একটা গাইডলাইনও আসবে রোববারের সভা থেকে।’
করোনা দুর্যোগে বেশ বিপাকে আছে বিপিএলের ক্লাবগুলো। অর্থ সংকটে ভুগছে তারা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন মৌসুমে দল গড়তে হিমশিম খেতে হবে তাদের। তাই এখনই নতুন মৌসুম শুরুর দিনক্ষণ জানিয়ে দিলে ক্লাবগুলোর জন্য সুবিধা হবে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী নিজেও মনে করেন পরের মৌসুমে আরো প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে বেশিরভাগ ক্লাবকে। তাই বিদেশি ফুটবলারের ব্যাপারে কিছুটা শক্ত অবস্থানে যেতে পারে বাফুফে। হয়তো আগামী মৌসুমে বিদেশি ফুটবলারের কোটা নাও রাখতে পারে তারা। বিষয়টি নিয়ে বাফুফেতে ইতোমধ্যে আলোচনাও শুরু হয়েছে। আগামীকালের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘নির্বাহী কমিটি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেবে।’
এদিকে বিদেশি ফুটবলারবিহীন লিগ আয়োজন নিয়ে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিদেশি ছাড়া লিগের পক্ষে নয় অনেক ক্লাব। এ নিয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ম্যানেজার আমের খান বলেন, ‘লিগ হলে লিগের মতোই হওয়া উচিত। বিদেশি ফুটবলার যারা আনতে পারবে না তারা স্থানীয় ভালো ফুটবলার নেবে। যারা ভালো বিদেশি আনতে পারবে আনবে। ভালোমানের বিদেশিদের সঙ্গে টক্কর দিলে বরং আমাদের স্থানীয় খেলোয়াড়দের মান বাড়বে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।