নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ইংল্যান্ডের দর্শকদের ভাগ্যবান বলা চলে। আসরে নিজেদের দলের সব ম্যাচই ইংল্যান্ড খেলছে ঘরের মাঠে। ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে এখন তারা। শেষ চারের লড়াইয়ে ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডেনমার্ককে হারাতে পারলেই ফাইনাল নিািশ্চত ইংলিশদের। এ দুই ম্যাচও তারা খেলবে নিজেদের মাঠেই। ভ্রমণক্লান্তি ছাড়াও ঘরের মাঠে খেলা দেখা মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। তবে এতে বিড়ম্বনাও আছে। সেই বিড়ম্বনার নাম টিকিট। ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যকার সেমিফাইনালের টিকিট এখন যেন সোনার হরিণ। যে কারণে নিজেদের মাঠে খেলা হলেও হাজার হাজার ইংলিশ দর্শককে ঘরে বসে টেলিভিশনে খেলা দেখতে হবে। এ তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিম প্রধান কোচ জেমি ডে। তিনি বর্তমানে ছুটিতে লন্ডনে অবস্থান করলেও স্টেডিয়ামে বসে খেলা দেখবেন না। লন্ডন থেকে গতকাল জেমি বলেন, ‘এখানে টিকিট সংকট। দামও অনেক বেশি। তাই স্টেডিয়ামে বসে খেলা দেখা হবে না।’
তিনি যোগ করেন, ‘হাজার হাজার সমর্থক টিকিটের আশায় ছুটছেন। কিন্তু পাচ্ছেন না। পেলেও চড়ামূল্য। একটি টিকিটের দাম ২ হাজার মার্কিন ডলার। ১৫০০ পাউন্ডের মতো। ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তাহলে টিকিটের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে।’স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার হলেও কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। তাই টিকিটের চাহিদা খুব বেশি। যেসব ইংলিশ সমর্থক তাদের দলকে সমর্থন দিতে দেশ-বিদেশে ঘুরে বেড়ান, তাদের জন্য সাড়ে ৮ হাজার এবং ডেনমার্কের দর্শকদের জন্য ৫ হাজার অতিরিক্ত টিকিটের ব্যবস্থা করেছে আয়োজকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।