Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেটি হোমসের সঙ্গে প্রেম করছেন জেমি ফক্স

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

তাদের মেলামেশার কথা সবারই জানা ছিল। এই প্রথম কেউ তার সত্যতা নিশ্চিত করল। ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ তারকা জেমি ফক্সের (৪৮) বান্ধবী ক্লডিয়া জর্ডান জানিয়েছেন, তার বন্ধুটি অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করছেন।
সম্প্রতি ‘অ্যালেজেড উইথ থিও ভন অ্যান্ড ম্যাথিউ কোল ওয়েস’ পডকাস্টে জর্ডান বলেছেন, ফক্স তার (হোমস) সঙ্গে খুব সুখী। এইস শোবিজ ডট কম জানিয়েছে।
ফক্সের সঙ্গে সম্পর্ক নিয়ে জর্ডান বলেন, ‘সে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। কখনো তার সঙ্গে প্রেম ছিল না।’
কেটির সঙ্গে তার বন্ধুর রোমান্স নিয়ে জিজ্ঞাসা করা হলে ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অফ আটলান্টা’ তারকাটি বলেন, ‘সে (জেমি) তার সঙ্গে খুব সুখী। সে সুখী বলে আমারও খুব ভালো লাগছে।
ফক্স আর হোমস এর আগে তাদের সম্ভাব্য বাগদান, বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব বাতিল করেছেন।
কেটি হোমস (৩৭) ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত টম ক্রুজের ঘর করেছে, তাদের সুরি নামে একটি কন্যাসন্তান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেটি হোমসের সঙ্গে প্রেম করছেন জেমি ফক্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ