Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশ-নুসরাত প্রসঙ্গে যা বললেন যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৪ এএম

সোশ্যাল মিডিয়ায় এখন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান এর সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নিত্য দিনের খবর। নুসরাতের মা হওয়া নিয়েও যশ কে জড়িয়ে খবর হচ্ছে। অনেকে জায়গায় ইঙ্গিত দেওয়া হচ্ছে নুসরাতের সন্তানের বাবা আসলে যশ। যদিও বিষয়টি নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি। এর মাঝে এবার সামনে এলো যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা। জানালেন যশের ১০ বছরের ছেলের খবর।

আদতে সংবাদমাধ্যমের কর্মী শ্বেতা সিংহ কালহানস বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। নিয়মিতই তিনি ফেসবুকিং করেন। তার ফেসবুক প্রোফাইল খুললেই চোখে পড়ে- ‘আমার হৃদয় যেন নরম হয়। মন ভয়হীন। মেজাজ সাহসী।’ তবে যশ এবং নুসরাত জাহানকে নিয়ে গত কয়েক মাসের ঘটনা প্রবাহে শ্বেতাকে কোথাও দেখা যায়নি। এই প্রথমবার গোটা প্রসঙ্গ নিয়ে মুখ খুলে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন যশ দাশগুপ্তের প্রথম স্ত্রী শ্বেতা।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হওয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্বেতা বলেন, ‘মুম্বাইয়ে যশের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের ১০ বছরের একটি ছেলেও আছে। কখনো সামনে আসিনি তাই মানুষ আমাকে চেনেন না। এতদিন বিষয়টি কেউ জানতো না, এবার জানবে।’

টালিউড ইন্ডাস্ট্রিতে তিন বছর কাজ করেছেন শ্বেতা। তখন যশের সঙ্গে ডিভোর্স নিয়ে লড়ছিলেন তিনি। এরপর মুম্বাইয়ে ফিরে যান শ্বেতা। এতদিন সামনে না আসার কারণ ব্যাখ্যা করে শ্বেতা বলেন, ‘যশের সঙ্গে আমার তো বিচ্ছেদ হয়েই গেছে। সামনে এসে কী করব!’

অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে দারুণ সমালোচিত যশ। নুসরাতকে ব‌্যক্তিগতভাবে চেনেন কিনা? এমন প্রশ্নের উত্তরে শ্বেতা বলেন, ‘আমি নুসরাতকে দেখেছি, কিন্তু চিনি না। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।’

যশের প্রাক্তন বান্ধবী পুনম ঝা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মন্তব্য করার মতো পুনমকে চেনেন না তিনি। তবে তিনি যশকে চেনেন, জানেন। তাই, ‘যশের মেলামেশা করার একটা পদ্ধতি আছে। সেটাও জানি আমি। তবে আমার মনে হয় এ বার সময় হয়েছে! ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবে, তার সিদ্ধান্ত এ বার ওর নিয়ে নেওয়া উচিত’।

শ্বেতা ও যশ কারো সঙ্গেই থাকে না তাদের পুত্র। যশের সঙ্গে যোগাযোগ আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যশ আমার ছেলের বাবা। ওর সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় রাখি। আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে। ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

আপনি যশকে এখনও ভালবাসেন? জানতে চাইলে শ্বেতা বলেন: ভালবাসা? যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সে দিন থেকেই ওর জন্য আমার ভালবাসা উধাও হয়ে গিয়েছে।

বলাই বাহুল্য তার এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন তিনি আরও জানিয়েছেন বর্তমানে যশ এর সঙ্গে তার যৌথ কাস্টডি রয়েছে তাদের ছেলের উপর। সেই সূত্রে যশের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে তার। কিন্তু অভিনেতার জন্য আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই বলেই জানিয়েছেন শ্বেতা।

উল্লেখ্য, ‘স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার যশ দাশগুপ্ত’—২০১৪ সালের ২৬ জুন এই শিরোনামে খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। চলতি বছরের শুরুতে এ প্রতিবেদনটি সামনে নিয়ে আসেন নেটিজেনরা। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছিলেন—‘যশের বিরুদ্ধে আইপিসির ৪৯৮ এ ধারায় স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যশ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে যশের সন্তান তার দাদা-দাদির সঙ্গে থাকতো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ